ডিভোর্সের চক্করে পকেট ফাঁকা! পিঙ্কিকে কত টাকা খোরপোষ দিয়েছেন কাঞ্চন? শুনলে ভিরমি খাবেন!

বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছর তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্স হতেই বান্ধবী শ্রীময়ী চট্টরাজের গলায় মালা দিয়েছেন অভিনেতা। বছরের শুরুতেই কাঞ্চন-পিঙ্কির ডিভোর্সে শিলমোহর পড়ে। এরপরেই মাসেই শ্রীময়ীর হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করেন টলিপাড়ার এই অভিনেতা-বিধায়ক। তবে আপনি কি জানেন, দ্বিতীয় বিয়ে ভাঙার সময় পিঙ্কিকে (Pinky Banerjee) কত টাকা খোরপোষ দিতে হয়েছিল কাঞ্চনকে? সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই তথ্য।

পিঙ্কিকে কত টাকা খোরপোষ দিয়েছেন কাঞ্চন (Kanchan Mullick)?

বর্তমানে শ্রীময়ীর সঙ্গে নতুন করে নিজের জীবন সাজিয়ে তুলছেন কাঞ্চন। অন্যদিকে ছেলেকে নিয়ে ব্যস্ত পিঙ্কি। বিবাহবিচ্ছেদের সময় অভিনেতার থেকে এককালীন খোরপোষ নিয়েছেন তিনি। এরপর থেকে আর দু’জনের মধ্যে কোনও যোগাযোগ নেই বলে খবর। কুড়ি, পঁচিশ লক্ষ নয়, কাঞ্চনের থেকে খোরপোষ বাবদ পিঙ্কি কত টাকা নিয়েছেন জানেন?

একবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। পিঙ্কি বলেন, ‘আমি প্রথম থেকেই টাকার অঙ্কটা লুকোইনি। অনেকে বলছিলেন, আমি নাকি কোটি টাকা পেয়েছি। সেই জন্য আমার মনে হয়েছে সংবাদমাধ্যমের বন্ধুদের কাছে সবটা তুলে ধরা উচিত। আর নেব নাই বা কেন? বিয়ে তো একটা চুক্তি। সেই যদি কেউ ভাঙে তাহলে তো ক্ষতিপূরণ দেওয়ার কথা আইনেই বলা আছে। আমি তো আইনের বিরুদ্ধে গিয়ে কিছু করিনি’।

আরও পড়ুনঃ রূপে লক্ষ্মী গুণে সরস্বতী! দীপার গলায় ভক্তিগীতি শুনে ধন্য ধন্য করছে নেটপাড়া, রইল ভিডিও

পিঙ্কি আরও বলেন, ‘ছেলের কাস্টডি বাবা নিতে চাননি। ও আমার কাছেই রয়েছে এবং থাকবে। এখনকার দিনে শিক্ষা এবং স্বাস্থ্যের পিছনে কত টাকা খরচ হয় সেটা কি কেউ জানেন না? তাছাড়া ওনাকে এমন টাকাই বলা হয়েছিল যেটা উনি দিতে সক্ষম। এমন না যে মাসে মাসে অথবা বছরে বছরে আমি আরও টাকা চাইব। এককালীন ৫৬ লক্ষ টাকা, ব্যস!’

Kanchan Mullick Pinky Banerjee

পিঙ্কির খোরপোষের অঙ্কটা সামনে আসার পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তিনি তো স্বাবলম্বী, তাহলে কেন বিবাহবিচ্ছেদের সময় কাঞ্চনের (Kanchan Mullick) থেকে এত টাকা নিলেন? এই বিষয়েও জবাব দিয়েছিলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘দিনের শেষে আমি একজন শিল্পী। আজ আমার কাছে কাজ আছে, পরের ৬ মাস কাজ নাও থাকতে পারে। সন্তানের ভবিষ্যতের কথা আমি কেন চিন্তা করব না?’


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর