মহা শিবরাত্রিতে শিবের ভজনে দুরন্ত নাচ কঙ্গনার, ভাইরাল ভিডিও মন কাড়ছে ভক্তদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : অভিনেত্রী কঙ্গনা রানাওয়াটের শিব ভক্তি সর্বজন বিদিত। গতকালই ছিল মহা শিবরাত্রি তিথি। সেই উপলক্ষ্যে সদগুরুর ইশা ফাউন্ডেশন পরিচালিত মহা শিবরাত্রির একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেন অভিনেত্রী। শিবরাত্রির একদিন পর সেই অনুষ্ঠানের ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করলেন কঙ্গনা। প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই মূহুর্তে ভাইরাল হল সেই ভিডিও।

ভিডিওটিতে দেখা যায় অনুষ্ঠানে শিবের ভাজনে নাচছেন মণিকর্ণিকা খ্যাত অভিনেত্রী। তাঁর পরনে লাল একটি বেনারসি শাড়ি, কানে দুটি ঝুমকো। চুলগুলি এলোমেলো ভাবেই বেঁধে রাখা হয়েছে কোনও ভাবে। তার নূন্যতম মেক আপ যেন আরও সৌন্দর্য্য বাড়িতে তুলেছিল বলিউড ‘কুইনের’।

ভিডিওগুলি মূলত পোস্ট করা হয় তাঁর ভক্তদের অ্যাকাউন্ট থেকেই। সেখানেই ক্যাপশনে লেখা হয়, ‘ কোয়েম্বাটুরে ইশা যোগা সেন্টারে কঙ্গনা রানাওয়াত ‘। হংসরাজ রঘুবংশীর গাওয়া শিব ভজনেই নাচতে দেখা যায় কঙ্গনাকে। একই সঙ্গে মাস্টার সালিমের ‘তেরে রাসকে কোমর’ গানেও নাচেন তিনি।

তাঁর এই ভিডিওগুলি কার্যতই মুগ্ধ করেছে ভক্তদের। কমেন্টবক্সে উপচে পড়া শুভেচ্ছা এবং প্রশংসাই তারা প্রমাণ। অগণিত হর হর মহাদেব কমেন্টের মাঝ খানেই এক ভক্ত লিখেছেন, ‘কী অসাধারণ রকম সুন্দর এবং সাধারণ তিনি! এভাবেই খুশি থাকুন’, কারও আবার এক রাশ মুগ্ধতা সহ প্রতিক্রিয়া শুধুই , ‘ওহ মাই গড’!

 

View this post on Instagram

 

A post shared by ♔︎ (@_.queen_.kangana._)

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে একটি জনপ্রিয় তথা বিতর্কিত টিভি শো লক আপ হোস্ট করছেন কঙ্গনা। শো টিতে ১৪ জন সেলেব্রিটিকে কোনও রকম সুযোগ সুবিধা ছাড়াই বেশ কয়েক মাস ধরে লক আপে রাখা হয়েছে। এছাড়াও আপাতত তাঁর ঝুলিয়ে রয়েছে বেশ কয়েকটি ছবিও। খুব শীঘ্রই বড়পর্দাতেও দেখা মিলবে বলিউড কুইনের।

X