Ekchokho.com 🇮🇳

‘আমার বাড়ি-গাড়ি-হিরে চাই, এত ত্যাগ করতে পারব না’, রাজনীতি থেকে মন ভরে গেল কঙ্গনার?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : অভিনয় থেকে রাজনীতিতে পা রেখেছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। বলিউডে বেশ কয়েক বছর কাটানোর পর গত বছরই বিজেপির টিকিটে সাংসদ হয়েছেন তিনি। কিন্তু পেশা বদলালেও বদলায়নি স্বভাব। তাঁর একের পর এক বেফাঁস মন্তব্যে বেশ বেকায়দায় পড়তে হয় গেরুয়া শিবিরকে। কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছিলেন কঙ্গনা (Kangana Ranaut)। শেষমেষ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে খোদ ফোন করে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট করাতে হয়েছিল কঙ্গনাকে (Kangana Ranaut) দিয়ে।

রাজনীতি নিয়ে স্পষ্ট জবাব কঙ্গনার (Kangana Ranaut)

সক্রিয় রাজনীতিতে আসার আগেও অবশ্য বিভিন্ন রাজনৈতিক বিষয়ে মতামত দিতে দেখা যেত কঙ্গনাকে (Kangana Ranaut)। বিতর্ক হলেও থামেননি তিনি। কিন্তু সাংসদ হওয়ার পর বছর ঘুরতে না ঘুরতেই হঠাৎ সুরবদল কঙ্গনার (Kangana Ranaut)? রাজনীতির উপর থেকে কি মন উঠল অভিনেত্রীর? তাঁর সাম্প্রতিক কথা শুনে এমনটাই মনে করছেন অনেকে।

Kangana Ranaut opened up about politics

বাস্তবেও প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা: কঙ্গনাকে প্রশ্ন করা হয়েছিল, পর্দার মতো বাস্তবেও কি তিনি প্রধানমন্ত্রী হতে চান? উত্তরে অভিনেত্রী বলেন, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে বলে তাঁর মনে হয় না। প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে ইচ্ছা বা নিষ্ঠার প্রয়োজন তা তাঁর নেই। সমাজকর্ম নিয়েও তাঁর কোনো পূর্ব অভিজ্ঞতা নেই বলেই জানান কঙ্গনা (Kangana Ranaut)।

আরো পড়ুন : দলবদলের জল্পনার মাঝেই শমীক-সাক্ষাৎ দিলীপের, বেরিয়ে বললেন, ‘দাম আছে আর থাকবে’

বিলাসিতা পছন্দ অভিনেত্রীর: বরাবরই স্পষ্টবাদী কঙ্গনা (Kangana Ranaut)। বিলাসবহুল জীবন যে তাঁর পছন্দ সেটা স্বীকার করে নিতে কোনো আপত্তি নেই তাঁর। কঙ্গনার স্পষ্ট কথা, তিনি সবসময় স্বার্থপরের মতো জীবনযাপন করেছেন। তাঁর আকাঙ্ক্ষা বড় বাড়ি, গাড়ি, প্রচুর হিরে, সৌন্দর্য। কঙ্গনার (Kangana Ranaut) কথায়, ‘আমি এত বড় ত্যাগ করতে চাই না। জানিনা ঈশ্বর আমাকে কেন রাজনীতির জন্য বেছে নিয়েছেন।

আরো পড়ুন : শ্রমিকদের পাওনা বাকি রেখেই চম্পট মালিকপক্ষের, পুজোর মুখে ডুয়ার্সে বন্ধ চা বাগান

প্রসঙ্গত, চলতি বছরেই মুক্তি পেয়েছে কঙ্গনার বহু চর্চিত ছবি ‘এমার্জেন্সি’। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় ছাড়াও পরিচালক এবং প্রযোজকের ভূমিকাতেও ছিলেন তিনি। কিন্তু দর্শক মহলে যথারীতি ব্যর্থ হয়েছে তাঁর ছবিটি।