স্যোশাল মিডিয়া আমার জীবন না: বললেন কঙ্গনা রানাওয়াত

বর্তমানে ‘জাজমেন্টাল হে ক্যা’ ছবির প্রচার নিয়ে খুব ব্যস্ত কঙ্গনা রানাওয়াত। এই ছবি বেশ কয়েকটি তর্কের মধ্যে পড়লেও এখন বেশ রমরমিয়ে চলছে। এই সিনেমার নায়ক রাজকুমার রাও।

প্রচারে সাংবাদিকরা কঙ্গনাকে প্রশ্ন করেন, সোশ্যাল মিডিয়ায় বেশি আসেন না কেন তিনি? তিনি স্পষ্টবাদী তাই এই প্রশ্নের উত্তরে বলেছেন, “স্যোশাল মিডিয়ায় আমি যতটুকু সময় দেই সেটিই আমার কাছে অনেক মনে হয়। সেখানে কেমন জানি এক অস্থিরতা। আর স্যোশাল মিডিয়া আমার জীবন না। এই যে আপনাদের সবার সামনে আমি বসে আছি, সবার সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে। প্রচারণার জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না”।

সম্পর্কিত খবর