কারোর বিরুদ্ধে নগ্নতার দায়, কেউ করেছেন হিন্দু দেবীকে অপমান! মুনাওয়ার ফারুকি-পুনম পাণ্ডে বন্দি কঙ্গনার জেলে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। তারপরেই সম্প্রচার শুরু হবে কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) বহু প্রতীক্ষিত রিয়েলিটি শো ‘লক আপ’ (Lock Upp)। মোট ১৬ জন প্রতিযোগীকে নিয়ে এই নতুন শো শুরু করছেন বিতর্কের ‘কুইন’। সঞ্চালিকাই যখন এত বিতর্কিত তখন প্রতিযোগীদের নামের সঙ্গেও যে ‘বিতর্কিত’ তকমাটা জুড়ে থাকবে তা বলাই বাহুল‍্য।

টিজারেও মিলেছিল তেমনি আভাস। নগ্নতা, অশ্লীলতা কোনো মাপকাঠিতেই যে এই শোকে মাপা যাবে না, তাও স্পষ্ট করে দিয়েছিলেন কঙ্গনা। প্রথম তিন প্রতিযোগীর নাম প্রকাশ‍্যে আসতেই বোঝা গেল, বাস্তবেই বিতর্কের নয়া মাত্রা সৃষ্টি করতে চলেছে কঙ্গনার এই শো। প্রথম তিন প্রতিযোগীদের মধ‍্যে নাম রয়েছে অভিনেত্রী নিশা রাওয়াল, মুনাওয়ার ফারুকি (Munawar Faruqui) এবং পুনম পাণ্ডের (Poonam Pandey)।


পুনম পাণ্ডেকে কে না চেনে? বোল্ড ভিডিওর জন‍্য বহুবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। রাজ কুন্দ্রার পর্ন মামলাতেও নাম জড়িয়েছিল পুনমের। এমনকি প্রকাশ‍্যে নগ্ন ফটোশুট করার জন‍্য এফআইআরও দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু পুনম শোধরাননি। এখনো অশ্লীল অঙ্গভঙ্গি করে লাইমলাইটে উঠে আসার চেষ্টা চালিয়ে যান তিনি।

কিছুদিন আগে পর্যন্তও স্বামী স‍্যাম বম্বের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন পুনম। এবার সেসব ভুলে কঙ্গনার শোতে নাম লিখিয়ে ফেললেন অ্যাডাল্ট ফিল্মের অভিনেত্রী। শোয়ের প্রযোজক একতা কাপুর নিজে নিশ্চিত করেছেন যে পুনমই এই শোয়ের তৃতীয় প্রতিযোগী।

https://www.instagram.com/tv/CaT1QniqGt_/?utm_medium=copy_link

দ্বিতীয় প্রতিযোগী মুনাওয়ার ফারুকিও কিছু কম যান না। পেশায় একজন স্ট‍্যান্ডআপ কমেডিয়ান তিনি। গত বছরের জানুয়ারি মাসে হঠাৎ করেই লাইমলাইট কেড়ে নেন মুনাওয়ার। হিন্দু দেবদেবীদের অপমান করার মতো কিছু গুরুতর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

https://www.instagram.com/tv/CaRQx1dqhOV/?utm_medium=copy_link

ইন্দোরের একটি ক‍্যাফেতে একটি শোয়ের আয়োজন করেছিলেন মুনাওয়ার ফারুকি। সেখানেই হিন্দু দেবদেবীদের নিয়ে অশালীন মন্তব‍্য করেন তিনি। সে সময়ে কোর্টের তরফে আরো জানানো হয়েছিল, মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব‍্য, অঙ্গভঙ্গিমা, বাচ্চাদের উপস্থিতিতে প্রকাশ‍্যে কন্ডোম প্রদর্শন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও অশ্লীল মন্তব‍্য করেন ফারুকি।


এরপরেই ইন্দোরের বিজেপি বিধায়কের ছেলে একলব‍্য গউরের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ফারুকিকে। তিনি এবার কঙ্গনার শোতে। উল্লেখ‍্য, হিন্দু সংষ্কৃতি রক্ষা করা নিয়ে বরাব‍রই সোচ্চার হতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। মুনাওয়ারের সঙ্গে তাঁর মোলাকাতটা কেমন হয় তা দেখার জন‍্যই মুখিয়ে রয়েছেন দর্শকরা। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ‘লক আপ’।

সম্পর্কিত খবর

X