‘শাহরুখ-রণবীর সবাই ফেল, আমিই সেরা সঞ্চালক’! নিজের ঢাক নিজেই পেটালেন কঙ্গনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নিজের প্রশংসা করতে ভালবাসেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। অভিনয় থেকে শুরু করে পরিচালনা, প্রযোজনা সবেতে তিনিই সেরা। আর এখন নতুন যোগ হয়েছে সঞ্চালনা। ‘লক আপ’ এর সঞ্চালক হিসাবে ডেবিউ করেছেন কঙ্গনা। আর কয়েক মাস যেতে না যেতেই নিজেকে সেরা বলে দাবি করলেন ‘কুইন’।

নিজের সঞ্চালনার ঢালাও প্রশংসা করে অন‍্য তারকাদের ছোট করেছেন কঙ্গনা। তাঁর বক্তব‍্য, ‘শাহরুখ খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিংয়ের মতো অনেক সফল অভিনেতাই সঞ্চালনা করার চেষ্টা করেছেন। তাঁদের হয়তো সফল অভিনয় কেরিয়ার থাকতে পারে, কিন্তু সঞ্চালনায় তাঁরা একেবারেই ব‍্যর্থ। শুধুমাত্র শ্রী অমিতাভ বচ্চন জি, সলমন খান জি আর কঙ্গনা রানাওয়াত সুপার স্টার সঞ্চালক হওয়ার গৌরব অর্জন করতে পেরেছেন। এই দলে থাকতে পেরে গর্বিত।’


এখানেই শেষ নয়। কঙ্গনা আরো দাবি করেছেন, তাঁর শোয়ের এত সাফল‍্য, রমরমা দেখে হিংসেয় জ্বলছেন অন‍্যরা। তাই ‘মুভি মাফিয়া’রা তাঁকে ও তাঁর শোয়ের বদনাম করতে যা খুশি তাই করছেন‍। তবে এতে তাঁর কিছু যায় আসে না বলেই স্পষ্ট জানিয়েছেন কঙ্গনা। ‘এই প্রজন্মের শ্রেষ্ঠ সঞ্চালক’ হতে পেরে তিনি খুশি।

প্রথমে অবশ‍্য একটু ইতস্ততই করেছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, এমন অনেক সফল অভিনেতাদের তিনি সঞ্চালক হিসাবে ব‍্যর্থ হতে দেখেছেন, যাদের যথেষ্ট আকর্ষণীয় ব‍্যক্তিত্ব রয়েছে। তাই নিজের ব‍্যক্তিত্ব নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাস থাকলেও প্রথমে একটু ভয় পেয়েছিলেন কঙ্গনা। ভেবেছিলেন ভাল সঞ্চালক হলেও দর্শকদের তাঁকে মেনে নিতে একটু সময় লাগবে।


যদিও তাঁর ভয়টা যে অমূলক ছিল তা প্রমাণ হয়ে গিয়েছে এতদিনে। সম্প্রতি ‘লক আপ’ শোটিতে ২০০ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গিয়েছে। তারপরেই পরিচালক প্রযোজক করন জোহরকে তীব্র কটাক্ষ শানান ‘পাঙ্গা’ অভিনেত্রী।

X