বাংলাহান্ট ডেস্ক: সিনেপাড়ার দৈনিক মজুরির শ্রমিকদের সাহায্যের জন্য এবার এগিয়ে এলেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। তাঁর ছবির সঙ্গে যুক্ত শ্রমিকদের সাহায্যার্থে ও ফিল্ম এমপ্লয়ীজ ফেডারেশন অফ সাউথ ইন্ডিয়ার করোনা ত্রাণ তহবিলে মোট ১০ লক্ষ টাকা অনুদান দিলেন তিনি। ফের একবার প্রমাণ করলেন শুধুমাত্র মুখে বা নামে নয়, কাজেও তিনি প্রকৃতই ‘কুইন’।
লকডাউনের আগে ‘থালাইভি’ ছবির কাজে ব্যস্ত ছিলেন কঙ্গনা। কিন্তু হঠাৎ করেই লকডাউন ঘোষনা হয়ে যাওয়ায় মাঝপথেই বন্ধ করতে হয় ছবির শুটিং। ফলে ছবির সঙ্গে যুক্ত বহু দৈনিক মজুরির শ্রমিক এখন কার্যত কর্মহীন। এই লকডাউনের বাজারে তারা কোথা থেকে দু মুঠো অন্নের সংস্থান করবে সেই চিন্তায় কাতর।
তাদের মুখ চেয়েই এবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ‘মণিকর্ণিকা’ অভিনেত্রী। থালাইভি ছবির সঙ্গে যুক্ত শ্রমিকদের সাহায্যের জন্য ১০ লক্ষ টাকা আনুদান দিলেন তিনি। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিল পিএম কেয়ারস ফান্ডে ২৫ লক্ষ টাকা অনুদান দেন কঙ্গনা।
চিনের উহানে শুরু হওয়া এক ভাইরাস এখন কব্জা করেছে গোটা বিশ্বকে। প্রথমে চিন, তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত্য বিস্তার করেছে এই মারণ ভাইরাস। সেখানে এখন চলছে মৃত্যু মিছিল। মানুষ আটকা পড়েছে ঘরের মধ্যে।
বাদ যায়নি ভারতও। দেখতে দেখতে করোনার থাবা বসিয়েছে এই দেশেও। আক্রান্তের সংখ্যা পার করেছে আঠেরো হাজার। প্রথম দফার লকডাউনের পর নতুন করে ৩রা মে পর্যন্ত বাড়ানো হয়েছে গোটা দেশের লকডাউনের মেয়াদ। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। চিকিৎসকরা বলছেন আগামী দু সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ।এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। কিন্তু এই মুহূর্তে সবথেকে বেশি সঙ্কটে পড়েছেন খেটে খাওয়া দৈনিক মজুরির শ্রমিকরা। লকডাউনে কোথা থেকে দু বেলার খাবার যোগান দেবে তারা সেটা ভেবেই কূলকিনারা খুঁজে পাচ্ছেন না।
তাদেরই সাহায্যার্থে এগিয়ে আসছেন বলিউড তারকারা। শাহরুখ খান, সলমন খান, হৃতিক রোশন, অক্ষয় কুমারের পর এবার তালিকায় যুক্ত হল কঙ্গনা রানাওয়াতের নাম।