‘পরিবেশ নিয়ে এতই চিন্তা থাকলে গাড়ির বদলে হেঁটে অফিসে যান’, দিওয়ালিতে বাজি ব‍্যান নিয়ে সরব কঙ্গনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আলোর উৎসব দীপাবলী। মোমবাতি, প্রদীপের সঙ্গে সঙ্গে আতশবাজির চাহিদাও তুঙ্গে থাকে এ সময়। কিন্তু গত কয়েক বছর ধরে পরিবেশ সচেতনতার আওয়াজ তুলে ব‍্যান অরা হচ্ছে বাজি। হাইকোর্ট সব রকম বাজির প্রতি নিষেধাজ্ঞা জারি করলেও তারপর সুপ্রিম কোর্ট শুধুমাত্র ‘গ্রিন বাজি’ ফাটানোয় ছাড়পত্র দিয়েছে। এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)।

প্রতি বছরই দিওয়ালির সময়ে দু ভাগে ভাগ হয়ে যান তারকা থেকে আমজনতা। একাংশ দাবি করে পরিবেশের কথা চিন্তা করে বাজি না ফাটানোই ভাল। অপর অংশের প্রশ্ন থাকে, এই ধরনের কথা দিওয়ালির সময়েই কেন বলা হয়? অন‍্য উৎসবে এবং বিয়ের অনুষ্ঠানে তো বাজি ফাটানো হয়। দ্বিতীয় শ্রেণিতেই রয়েছেন কঙ্গনা। বাজি না ফাটানোর প্রস্তাবে নিজের অসম্মতি জানিয়েছেন তিনি।


নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে সদগুরুর একটি ভিডিও শেয়ার করে কঙ্গনা লিখেছেন, যাদের যাদের পরিবেশ নিয়ে চিন্তা তারা যেন এই তিন দিন রাস্তায় গাড়ি নিয়ে না বেরোন। তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের শৈশবের দিওয়ালির স্মৃতি শেয়ার করছেন সদগুরু। তিনি জানান, দিওয়ালি আসার এক মাস আগে থেকেই বাজি ফাটানো শুরু করতেন তিনি। আর কিছু বাজি পরে ফাটানোর জন‍্য রেখে দিতেন।

ভিডিও শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘ইনিই সেই ব‍্যক্তি যিনি লক্ষ লক্ষ গাছ লাগিয়ে গ্রিন কভারের বিশ্ব রেকর্ড করেছেন।’ তিনি আরো লেখেন, পরিবেশ রক্ষা নিয়ে যারা গলা ফাটাচ্ছেন তাদের জন‍্য এটা উচিত জবাব। তাদের উচিত এই তিন দিন গাড়ি ব‍্যবহার না করে হেঁটে হেঁটে অফিস যাওয়া।


প্রসঙ্গত, সম্প্রতি পরপর তৃতীয় বারের জন‍্য জাতীয় পুরস্কার পেয়েছেন ‘কুইন’ অভিনেত্রী। এবারে ‘মণিকর্ণিকা’ এবং ‘পাঙ্গা’ ছবির জন‍্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা। কিছুদিন আগেই ধাকড় ছবির শুটিং শেষ করেছেন তিনি। এই ছবিতে একজন গুপ্তচর হিসাবে দেখা যেতে চলেছে কঙ্গনাকে। এছাড়াও তাঁর হাতে রয়েছে তেজস ছবি। এই ছবিতে ভারতীয় বায়ুসেনার বিমান চালকের চরিত্রে অভিনয় করবেন তিনি।

X