বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানেও (pakistan) বিজেপি (bjp) সরকার গড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। সম্প্রতি এমনি বিষ্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। একটি টুইটে সম্প্রতি এমনি দাবি করতে দেখা গিয়েছে ‘কুইন’ অভিনেত্রীকে। কঙ্গনার সেই টুইট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
সম্প্রতি মন খুলে বিজেপি ও নরেন্দ্র মোদীর প্রশংসা করতে দেখা যায় কঙ্গনাকে। এর আগেও অবশ্য বহুবার কেন্দ্রীয় সরকারের প্রতি নিজের সমর্থন দেখিয়েছেন তিনি। এবার কঙ্গনা দাবি করলেন, পাকিস্তানেও বিজেপি সরকার গঠন করতে চলেছেন মোদী।
আসলে পাকিস্তানকে ৪৫ মিলিয়ন ভারতে তৈরি ভ্যাকসিন পাঠানোর সিদ্ধান্তের খবর পেয়েই এমন মন্তব্য করেছেন কঙ্গনা। এই সংক্রান্ত একটি খবর শেয়ার করে তিনি টুইট করেন, ‘এর অর্থ মোদীজি বলতে চাইছেন পাকিস্তানও তো ভারতেরই বিচ্ছিন্ন অংশ, ওখানেও খুব শীঘ্রই বিজেপির সরকার হবে। সন্ত্রাসবাদীরা আমার নয়, কিন্তু জনগণ তো আমারই।’
मतलब मोदी जी कह रहे हैं की वो भी तो भारत का ही टूटा हुआ एक अंग है, वहाँ भी जल्द ही भाजपा की सरकार होगी….. आतंकी मेरे नहीं मगर अवाम तो मेरी ही है … हा हा हा
ज़बरदस्त … https://t.co/u9oOQCM7mC— Kangana Ranaut (@KanganaTeam) March 10, 2021
কঙ্গনা আরো লেখেন, সাসপেন্ড হওয়ার ঝুঁকি নিয়েও তিনি বলছেন ২০২৪ এও নরেদ্র মোদীই ফের প্রধানমন্ত্রী হবেন। এরপরেই কঙ্গনার এক অনুরাগী তাঁকে মনে করিয়ে দিয়েছেন বিজেপির নিয়ম অনুযায়ী ৭৫ বছরের বেশি বয়সী কেউই নির্বাচনে লড়তে পারবেন না। মোদী নিজেই এই নিয়মে সম্মতি জানিয়েছেন। কিন্তু তাও যদি তিনি নির্বাচনে লড়েন তাহলে সেটা ভণ্ডামি হবে।
At the cost of getting suspended I say in 2024 Modi will rejoin as PM #India_With_PM_Modi https://t.co/RzpzfnLxYd
— Kangana Ranaut (@KanganaTeam) March 10, 2021
উত্তরে কঙ্গনার বক্তব্য, ‘ওঁর আমাদের প্রয়োজন নেই, বরং আমাদের ওঁকে প্রয়োজন। অখণ্ড ভারত গড়ার জন্য প্রয়োজন। ওঁর সম্ভবত এতসব নিন্দা সমালোচনা থেকে একটু বিরতি দরকার। কিন্তু আমাদের এটা নিশ্চিত করতে হবে যাতে আগামী প্রধানমন্ত্রীও মোদীই হন।’
Two more terms and he will establish Bharat again as a great civilisation then he is free to do what he likes with his time,until then we need every minute every breath of Modi ji for dream Akhand Bharat, I am sure if all request he will consider this request #India_With_PM_Modi
— Kangana Ranaut (@KanganaTeam) March 10, 2021
এর আগে একটি টুইটে কঙ্গনা লেখেন, ‘বর্তমানে দেশের পরিস্থিতি দেখে এটা বলাই যায় বিজেপি আর কোনো কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা কাল্ট এবং নরেন্দ্র মোদী শুধু কোনো নেতা নন বরং একটা আবেগ।’