বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যুর (death) পর বলিউড (bollywood) ইন্ডাস্ট্রির নানা লুকনো দিক প্রকাশ্যে এসেছে। ইন্ডাস্ট্রির নেপোটিজম, ‘বুলিং’ এইসব বিষয় চর্চায় উঠে এসেছে। বহু তারকাই মুখ খুলেছেন বিষয়গুলি নিয়ে। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (kangana ranawat) সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন।
এবার ফের একটি বিষ্ফোরক কথা বলেছেন কঙ্গনা। সুশান্তের মৃত্যু প্রসঙ্গে যা যা অভিযোগ করেছেন তা প্রমাণ করতে না পারলে পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেবেন তিনি। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “মুম্বই পুলিস আমাকে বয়ান রেকর্ডের জন্য ডেকে পাঠিয়েছিল। আমি তাদের জানাই যে আমি এই মুহূর্তে মানালিতে আছি। তাই তাদের তরফে কেউ এসে কি আমার বয়ান রেকর্ড করতে পারেন। কিন্তু এখনও আমি কোনও উত্তর পাইনি।”
কঙ্গনা আরও বলেন, “আমি যদি এমন কোনও কথা বলে থাকি যা প্রমাণ করতে পারব না বা যার জন্য সাধারন মানুষের কোনও সমস্যা হবে তাহলে আমি পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেব। আমি এমনটা বলছি না যে কেউ চেয়েছেন সুশান্তের মৃত্যু হোক। কয়েকজন চেয়েছেন তিনি সম্পূর্ণ বরবাদ হয়ে যান।”
পরিচালক মহেশ ভাট, পরিচালক তথা প্রযোজক করন জোহর, ফিল্ম সমালোচক রাজীব মসন্দের মতো ব্যক্তিদের কেন এখনও জেরার জন্য ডাকা হয়নি এই প্রশ্নও তোলেন কঙ্গনা।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু যে আসলে খুন তা প্রথম থেকেই বলে আসছেন কঙ্গনা রানাওয়াত। বলিউডের বহু হেভিওয়েটদের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। অভিনেত্রীর কথায়, সুশান্তের বাবা বলেন ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু সমস্যা নিয়ে বেশ চিন্তিত ছিলেন অভিনেতা।