‘সুশান্তের মতো ওকেও আত্মহত‍্যা করতে বাধ‍্য করো না’, কার্তিকের হয়ে করনকে তোপ দাগলেন কঙ্গনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিপাড়ায় এখন নতুন গুঞ্জন, করন জোহরের (karan johar) সঙ্গে কার্তিক আরিয়ানের (kartik aaryan) সম্পর্কের অবনতি। অতি সম্প্রতি জানা গিয়েছে ‘দোস্তানা টু’ থেকে বাদ দেওয়া হয়েছে কার্তিককে। করনের সঙ্গে মনোমালিন‍্যই যে এর নেপথ‍্যের কারণ তা নিয়ে সন্দেহের অবকাশ নেই কারোর। এমনকি কার্তিকের পক্ষ নিয়ে করনকে নিশানা করেছেন কঙ্গনা রানাওয়াতও (kangana ranawat)।

প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কার্তিকের তুলনা টেনেছেন কুইন অভিনেত্রী। সুশান্তের সঙ্গে যে ব‍্যবহার করন করেছিলেন সেই একই রকম ব‍্যবহার কার্তিকের সঙ্গেও তিনি ক‍রছেন বলে দাবি করেছেন কঙ্গনা। করনের স্বজনপোষনের জন‍্য সুশান্ত বলিউডে ব্রাত‍্য হয়ে গিয়েছিলেন। বাধ‍্য হয়েছিলেন আত্মহত‍্যা করতে। এমন অভিযোগ বারংবার তুলেছেন কঙ্গনা।


এবার কার্তিককে সমর্থন করে করনকে একহাত নিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘এতদূর পর্যন্ত কার্তিক নিজের চেষ্টাতেই এসেছে। নিজের চেষ্টাতেই ও এগিয়ে যাবে। পাপা জো এ তাঁর নেপো গ‍্যাংকে অনুরোধ ওর পিছু ছেড়ে দিন। সুশান্তের মতো ওকে আত্মহত‍্যা করতে বাধ‍্য করবেন না। ওকে একা ছেড়ে দিন।’ করনকে ‘শকুন’ বলেও কটাক্ষ করেছেন কঙ্গনা।

সম্প্রতি মুম্বইয়ের কয়েকটি সংবাদ মাধ‍্যম দাবি করে দোস্তানা টু থেকে নাকি বেরিয়ে গিয়েছে কার্তিক। খবর অনুযায়ী, ছবির চিত্রনাট‍্য নিয়ে নাকি একেবারেই খুশি নন কার্তিক। উপরন্তু তিনি নাকি সময়ও দিতে পারছিলেন না। সেই কারণেই ছবি থেকে বেরিয়ে গিয়েছেন কার্তিক।

এও শোনা গিয়েছে, দোস্তানা টু ছবির প্রযোজক করন জোহরের সঙ্গে নাকি মনোমালিন‍্য হয় কার্তিকের। অন‍্য একটি ছবির কাজ আগে শেষ করার সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন করণ। আবার এমনও গুঞ্জন শোনা গিয়েছে, শশাঙ্ক খৈতানের যোদ্ধা ছবিতে তাঁকে না নিয়ে শাহিদ কাপুরকে নেওয়ায় রেগে যান কার্তিক। সেই কারণেই করনের সঙ্গে মনোমালিন‍্য হয় তাঁর।

এরপরেই ধর্মা প্রোডাকশনের তরফে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে কার্তিককে বাদ দেওয়ার খবর জানানো হয়। এই ছবিতে রয়েছেন জাহ্নবী। দেখা যাবে টিভি তারকা লক্ষ‍্য লালওয়ানিকেও। তবে কার্তিকের ছেড়ে দেওয়া জায়গায় কোন অভিনেতা আসবেন তা জানা যায়নি এখনো।

X