‘একজন বোকার ছবিতে গোটা ইন্ডাস্ট্রি এসেছে হাততালি দিতে’, আলিয়া-হৃতিক-দীপিকাকে কটাক্ষ কঙ্গনার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের আলিয়া ভাট (alia bhatt) সহ বলিউডের প্রথম সারির তারকারা পড়লেন কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat) ক্ষোভের মুখে। সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর বলিউড ইন্ডাস্ট্রির নানা লুকনো দিক প্রকাশ‍্যে এসেছে। ইন্ডাস্ট্রির নেপোটিজম, ‘বুলিং’ এইসব বিষয় চর্চায় উঠে এসেছে। বহু তারকাই মুখ খুলেছেন বিষয়গুলি নিয়ে। বলিউডের বেশ কয়েকজন হেভিওয়েটের বিরুদ্ধে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সোশ‍্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর কথায় এই ইন্ডাস্ট্রিতে একটি গ‍্যাঙ রয়েছে যাদের অঙ্গুলিহেলনে সব কাজ হয় এখানে।
এবার হৃতিক রোশন, দীপিকা পাডুকোন, রণবীর সিং সহ বলিউডের প্রথম সারির এক ঝাঁক তারকার উদ্দেশে তোপ দাগলেন ‘কুইন’ অভিনেত্রী। কিন্তু তাঁর রাগের কারনটা কি? আসলে আলিয়া ভাট নিজের ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন সোশ‍্যাল মিডিয়ায়। আর সেই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই লাইকের বন‍্যা বয়ে গিয়েছে।


ছোট্ট আলিয়াকে দেখে কমেন্টে ভরিয়ে দিয়েছেন হৃতিক থেকে দীপিকা, রণবীর থেকে দিয়া মির্জা, বিপাশা, অদিতি রাও হায়দারি, জোয়া আখতার, মনীশ মালহোত্রা সহ বেশ কয়েকজন নামজাদা তারকা। কমেন্ট করেছেন আলিয়ার মা সোনি রাজদান ও রণবীর কাপুরের দিদি ঋদ্ধিমা কাপুরও।

https://www.instagram.com/p/CDJrnyzMN0F/?igshid=1smjgnt3k4y9g

আলিয়ার ছবিতে এই সেলেবদের লাইক কমেন্টের একটি স্ক্রিনশট তুলে টুইটারে কঙ্গনাকে ট‍্যাগ করেন এক ব‍্যক্তি। সেই টুইটের উত্তরেই তারকাদের উদ্দেশে কটাক্ষ ছোঁড়েন কঙ্গনার টিম। আলিয়াকে ‘বোকা’ বলে তোপ দেগে কঙ্গনার টিম লেখে, ‘এটাই আসল খেল। এদের মধ‍্যে একজনও সুশান্তের জন‍্য ন‍্যায় বিচার চাননি। অথচ একজন বোকার ছবিতে হাততালি দেওয়ার জন‍্য পুরো ইন্ডাস্ট্রি চলে এসেছে।’

https://twitter.com/KanganaTeam/status/1287999809735991297?s=19

অভিনেত্রীর টিম আরও লেখে, ‘এই ইন্ডাস্ট্রিতে একজন আউটসাইডারের খুন কতটা নগণ‍্য যে আলিয়া ভাটের একটা ছবিতে সুশান্তের মৃত‍্যুর তুলনায় বেশি প্রতিক্রিয়া আসে।’

প্রসঙ্গত, সুশান্তের মৃত‍্যু নিয়ে প্রথম থেকেই সরব হয়েছেন কঙ্গনা। অভিনেতার মৃত‍্যু আত্মহত‍্যাতেই হয়েছে এটা মানতে তিনি নারাজ অথবা তাঁর মৃত‍্যুর পেছনে বলিউডের কোনও প্রভাবশালী ব‍্যক্তির হাত রয়েছে। একথা প্রথম থেকেই বলে আসছেন তিনি।

সম্পর্কিত খবর

X