তুমি আমাদের নাগরিক না মানলে আমরাও তোমাকে সরকার হিসেবে মানবো না: বিস্ফোরক কানাইয়া কুমার

বাংলা হান্ট ডেস্ক : গত কয়েক বছর আগেই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনা এখনও অবধি দগদগে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল সিপিআই নেতা কানহাইয়া কুমারের বিরুদ্ধে। এ বার নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে জনসভা মঞ্চ থেকে সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সেই কানাইয়া কুমার।

দেশ জুড়ে যে ভাবে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অশান্তির আঁচ ছড়িয়েছে তাতে উত্তর পূর্ব ভারত পশ্চিমবঙ্গ এবং তার পাশাপাশি দিল্লিতেও বিক্ষোভ অব্যাহত। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রবিবার আইনের প্রতিবাদ করে বিক্ষোভ দেখিয়েছে রাস্তা নেমে। তাই পড়ুয়াদের ছত্রভঙ্গ করতে তাদের উপরে লাঠিচার্জ করে পুলিশ এবং কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।8880bdaed009478e28131270767cb45c 1

তাই জামিয়া মিলিয়া কাণ্ডের পর দেশের ছাত্রসমাজ নিন্দায় সরব হয়েছে আর এই প্রসঙ্গে বলতে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে তোপ দেগেছেন কানহাইয়া কুমার। বিহারের পূর্ণিয়ায় একটি জনসভা মঞ্চে দাঁড়িয়ে সংসদে মোদী সরকারের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সংসদের বাইরে সাধারণ মানুষের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি, একই সঙ্গে দুই ধর্মের প্রতি বিভেদ কখনওই মেনে নেবেন না তাঁরা।

আম্বেদকর এবং ভগত সিংহের দেখানো পথেই দেশবাসী এগিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন তিনি। দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে মন্তব্য করতে গিয়ে শান্তিপূর্ণ উপায়ে আরাজি এনআরসি চাইছে না তা বুঝিয়ে দিতে হবে বলে পরামর্শ দেন তিনি। একই সঙ্গে এদিনের মঞ্চ থেকে দেশে লাগাতার হারে পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়েও মুখ খোলেন কানহাইয়া কুমার।

সম্পর্কিত খবর