বাংলাহান্ট ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়াকেও পেছনে ফেললেন কনিকা কাপুর (Kanika Kapoor)। হ্যাঁ ঠিকই পড়েছেন। বলিউডের ‘দেশি গার্ল’কে পেছনে ফেলে এবার সবথেকে বেশি সার্চ (search) হয়েছেন বলিউডের ‘বেডি ডল’। এমনটাই বলছে ইয়াহু ইন্ডিয়ার (Yahoo India) সমীক্ষা। তবে কনিকা একা নন, তাঁকে জোরদার টক্কর দিচ্ছে টেলিভিশনের পর্দায় পুনঃ সম্প্রচারিত ধারাবাহিক রামায়ণ (Ramayana)।
আসলে এই দীর্ঘ লকডাউনে বাড়ি বসে ইন্টারনেটের ওপরেই বেশি নির্ভরশীল হয়ে পড়েছে মানুষ। এই লকডাউনে কোন কোন জিনিস সবথেকে বেশি সার্চ হচ্ছে তার ওপরেই একটা সমীক্ষা চালিয়েছে ইয়াহু ইন্ডিয়া।
সমীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে কি কি সার্চ হয়েছিল সেসবেরই একটি তালিকা প্রকাশ করেছে ওয়েব সার্ভিস প্রোভাইডার ইয়াহু। আর সেই সমীক্ষা থেকে প্রাপ্ত ফল অনুসারে দেখা গিয়েছে বিনোদনের ক্ষেত্রে তালিকার সবথেকে উপরে রয়েছে বলিউড গায়িকা কনিকা কাপুর ও রামায়ণ।
সার্চের নিরিখে প্রিয়াঙ্কা চোপড়াকেও টপকে গিয়েছেন কনিকা। লকডাউনের আগে পর্যন্ত সর্বোচ্চ স্থান ছিল পিগি চপসেরই। কিন্তু লকডাউনেই বিষয়টা বদলে যায়। সকলেই জানেন বলিউডে সর্বপ্রথম কনিকা কাপুরই আক্রান্ত হন কোভিড ১৯এ। লন্ডন থেকে ফিরে বেশ কয়েকটি হাই প্রোফাইল পার্টিতে হাজির থাকারও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিষয়টা নিয়ে বেশ কিছুদিন ধরে তোলপাড় ছিল সোশ্যাল মিডিয়া। সেই সময়েই বহু লোক সার্চ করে তাঁর বিষয়ে।
অপরদিকে লকডাউনে চলতি ধারাবাহিক গুলির পর্যাপ্ত এপিসোড ব্যাঙ্কিং না থাকায় ফের সম্প্রচারিত হতে শুরু করে পুরোনো ধারাবাহিকই। টেলিপর্দায় ফেরে রামায়ণও। এই জনপ্রিয় ধারাবাহিক নিয়েও সার্চ হয়েছে প্রচুর জিনিস।
লকডাউনে সর্বাধিক পাঁচটি সার্চের মধ্যে জায়গা করে নিয়েছে হলিউডি ছবি কন্টাজিওন। লকডাউন পর্বের আগে এই তালিকায় ছিল বিগ বস, তানাজি:দ্য আনসাং ওয়ারিয়ার, ড্রাইভ, ও গুড নিউজ।