পঞ্চমবারে কনিকা কাপুরের করোনা টেস্ট নেগেটিভ, এখনও থাকবেন হাসপাতালে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অবশেষে করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এল বলিউড গায়িকা কনিকা কাপুরের। পরপর চারবার পজিটিভ আসার পর পাঁচবারের বার নেগেটিভ এসেছে তাঁর করোনা টেস্টের রেসাল্ট। লন্ডন থেকে দেশে ফিরেছিলেন তিনি। কিন্তু এই খবরটা সম্পূর্ণ গোপন করে গিয়েছিলেন কনিকা। কোনও পরীক্ষাও করাননি। উপরন্তু জানা গিয়েছে দেশে ফেরার পর তিন তিনটি পার্টিতেও উপস্থিত ছিলেন কনিকা। এই মুহূর্তে সঞ্জয় গান্ধী PGIMS এর আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি।


বারংবার পজিটিভ রিপোর্ট আসায় স্বাভাবিক ভাবে ভেঙে পড়েছিল কনিকার পরিবার। এই সময় এমন রেসাল্ট নিঃসন্দেহে খুশির বার্তা বয়ে নিয়ে এসেছে গায়িকার পরিবারে। সেই সঙ্গে হাঁপ ছেড়ে বেঁচেছেন তাঁর অনুরাগীরাও। শনিবার রাতে সংবাদ মাধ‍্যম সূত্রে জানা যায়, কনিকা কাপুরের পঞ্চম বারের কোভিড 19 টেস্ট নেগেটিভ এসেছে। কিন্তু এখনও তাঁকে লখনউয়ের PGI হাসপাতালেই থাকতে হবে কিছুদিন যতদিন না তাঁর দ্বিতীয় টেস্টের রেসাল্ট ও নেগেটিভ আসছে।
লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্টগ্র‍্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক‍্যাল সায়েন্সেস হাসপাতালের সেল্ফ আইসোলেশন ওয়ার্ডেই গত দু সপ্তাহ ধরে ভর্তি রয়েছেন কনিকা কাপুর। হাসপাতালের ডিরেক্টর প্রোফেসর আর কে ধীমান জানান, দ্বিতীয় টেস্টের রেসাল্ট নেগেটিভ না আসা পর্যন্ত তাঁর চিকিৎসা চালু থাকবে।

প্রসঙ্গত, লন্ডন থেকে দেশে ফেরার পর লখনউতে একটি পাঁচতারা হোটেলে বন্ধু বান্ধবদের জন্য একটি রাজকীয় পার্টিরও আয়োজন করেন কনিকা। শুধু এই একটি পার্টি নয়, আরও দু দুটি পার্টিতে উপস্থিত ছিলেন তিনি। সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতা, আমলা ও অন্যান্য হেভিওয়েট ব্যক্তিদের সংস্পর্শে আসেন তিনি। তারপরেই করোনা ধরা পড়ে কনিকার।

সম্পর্কিত খবর

X