হার্দিক পান্ডিয়াকে বাদ দিয়ে এই দুই ক্রিকেটারকে সেরা অলরাউন্ডার হিসেবে বেছে নিলেন কপিল দেব

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের (India) প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev) বর্তমানের ভারতীয় দলের সদস্য তথা অলরাউন্ডার (All-rounder) হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে বড় বয়ান দিয়েছেন। কপিলদেবকে যখন জিজ্ঞাসা করা হয় যে, হার্দিক পান্ডিয়াকে অলরাউন্ডার বলা যায় কী না? তখন তিনি সেই প্রশ্নের উত্তর দিয়ে কপিল দেব বলেন, আগে ওকে বোলিং তো করতে দাও। স্বভাবতই ভারতের সেরা অলরাউন্ডার কপিল দেবের এই বয়ানে হার্দিক পান্ডিয়া অনেকটাই হতাশ হবেন। উল্লেখ্য, বিগত টি-২০ বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া বল করেন নি বললেই চলে। চোটের কারণে হার্দিক পান্ডিয়াকে বোলিং থেকে দূরে রাখা হয়েছিল। যার ফলে তাঁকে নিয়ে অনেক সমালোচনাও হয়।

IMG 20210927 165052

হার্দিক পান্ডিয়াকে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। ভারত এই সিরিজ ৩-০ তে জিতেছিল। কপিল দেব বলেন, ‘অলরাউন্ডার বলার জন্য ওকে ব্যাটিং, বোলিং দুটোই করতে হবে। ও বোলিংই করছে না, তাহলে কীভাবে ওকে অলরাউন্ডার বলব? ওর চোট যদি সেরেই যায় তাহলে আগে ওকে বোলিং করতে দিন।”

ভারতকে প্রথমবার বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক কপিল দেব বলেন, ‘হার্দিক ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান। বোলিং করার জন্য ওকে এখনো অনেক ম্যাচ খেলতে হবে আর ভালো বোলিংও করতে হবে। এরপরই ওর অলরাউন্ডার হওয়া নিয়ে কথা বলা যাবে।” কপিল দেব এও বলেন যে, রাহুল দ্রাবিড় ক্রিকেটার হিসেবে যতটা না সফল হয়েছেন, তাঁর থেকে বেশি সফল কোচ হিসেবে হবেন।

1612518818 kapil dev farmer

কপিল দেব বলেন, ‘রাহুল দ্রাবিড় ভালো মানুষ আর একজন ভালো ক্রিকেটার। উনি ক্রিকেটার হিসেবে যতটা না সফল ছিলেন, একজন কোচ হিসেবে তাঁর থেকেও বেশি সফল হবেন।” নিজের পছন্দের অলরাউন্ডার কে সেটা জিজ্ঞাসা করায় উনি রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার নাম নেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর