রবি শাস্ত্রীর কোন প্রতিভাই ছিল না, বলে দিলেন কপিল দেব

বাংলা হান্ট ডেস্কঃ ভারতকে প্রথম বিশ্বকাপ এনে দিয়েছিলেন কপিল দেব। কপিল দেবের হাত ধরে প্রথমবার বিশ্ব জয়ের স্বাদ পেয়েছিল ভারতবাসী। সেই কপিল দেবের মতে কোন প্রতিভাই ছিল না বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ রবি শাস্ত্রির। তবুও দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেট দলের অংশ হিসেবে থাকার জন্য রবি শাস্ত্রির প্রশংসা শোনা গিয়েছে কপিল দেবের মুখে।

একটি বই উদ্বোধন অনুষ্ঠানে এসে কপিল দেব বলেন, ” দুই ধরনের ক্রিকেটার হয়। এক যাদের প্রচন্ড প্রতিভা থাকে কিন্তু মাঠের মধ্যে নিজেদের মেলে ধরতে পারে না। অপরদিকে যাদের প্রতিভা না থাকার সত্বেও মাঠের মধ্যে নিজেদের মেলে ধরে চমৎকার ঘটানোর ক্ষমতা থাকে, শাস্ত্রী হচ্ছে দ্বিতীয় প্রকার। শাস্ত্রী হচ্ছে সেই ক্রিকেটার যার কোন প্রতিভা ছিল না কিন্তু দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে খেলে গিয়েছেন।”

n2944075160c6d1b4731652991757b8ffca21e72df164f1420994018bede6859d3990de1f0

এছাড়াও রবি শাস্ত্রী প্রসঙ্গে কপিল দেব বলেন, “ওর মধ্যে প্রতিভা না থাকলেও শাস্ত্রীর মধ্যে ভালো কিছু করার ক্ষমতা ছিল, যা ওকে একজন ভালো ক্রিকেটার বানিয়েছিল। ও ছিল দলের সম্পদ। শাস্ত্রী 30 ওভার ব্যাটিং করে 10 রান করলেও সেটা আমাদের উপকার হত কারণ বল পুরনো হয়ে যাওয়ায় পরবর্তী ব্যাটসম্যানদের রান করতে সুবিধা হত।”

859615 twitter 17

1983 বিশ্বকাপে সদ্য ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন তরুন শাস্ত্রী। সেই কারণে তিনি খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে 1985 সালে ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতকে জিতিয়ে ছিলেন শাস্ত্রী।

Udayan Biswas

সম্পর্কিত খবর