জোড়া ফাঁড়া! আদালত অবমাননার দায়ে FIR কপিল শর্মার বিরুদ্ধে, পানমশলার বিজ্ঞাপন বিতর্কে অমিতাভও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শিয়রে শমন বলিউডের। আদালত অবমাননার দায়ে এফআইআর দায়ের হয়েছে দ‍্য কপিল শর্মা শো (the kapil sharma show) এর বিরুদ্ধে। অপরদিকে পান মশলার বিজ্ঞাপনের জন‍্য নতুন করে ক্ষোভের মুখে পড়েছেন অমিতাভ বচ্চন। শো তে একটি কোর্টরুমের দৃশ‍্য ফুটিয়ে তোলবার সময় অভিনেতাদের মদ‍্যপান করতে দেখা গিয়েছিল। এতেই শোয়ের বিরুদ্ধে আদালত অবমাননার দায় এনে এফআইআর দায়ের করা হয়েছে। মধ‍্যপ্রদেশের শিবপুরীর ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের হয়েছে মামলা।

এই দৃশ‍্যের মাধ‍্যমে আদালত এবং বিচারকের অপমান করা হয়েছে বলে দাবি করেছেন এক আইনজীবী। তাঁর অভিযোগ, শুধু আদালতের অবমাননা নয়, কপিল শর্মা শো তে মহিলাদের বিরুদ্ধেও আপত্তিজনক মন্তব‍্য করা হয়। অবিলম্বে এগুলো বন্ধ করা উচিত বলেও দাবি করেছেন তিনি। আগামী ১ অক্টোবর শুনানি হবে এই মামলার।


কপিল শর্মা শোয়ের যে এপিসোডটি নিয়ে এত বিতর্ক সেকি কিন্তু কোনো নতুন এপিসোড নয়। গত বছরের ১৯ জানুয়ারি সম্প্রচারিত হয়েছিল এপিসোডটি। তবে চলতি বছরের ২৪ এপ্রিল ফের সম্প্রচারিত হয় সেটা। সেখানেই কোর্টরুম ড্রামার দৃশ‍্যে এক অভিনেতাকে মদ‍্যপ অবস্থায় দেখানো হয়েছিল। এপিসোডটি রিপিট টেলিকাস্ট হওয়াতেই সমস‍্যার সূত্রপাত।

অপরদিকে বিজ্ঞাপন বিতর্কে জড়িয়েছেন বিগ বিও। তামাক বিরোধী এক জাতীয় বেচ্ছাসেবী সংস্থার তরফে অমিতাভকে (amitabh bachchan) আবেদন করা হয়েছে, তিনি যেন পান মশলার বিজ্ঞাপন আর না করেন। এতে দেশের যুবসমাজের প্রতি ভুল বার্তা যায়। এনজিওর প্রধান বলেন, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, হৃতিক রোশন, রণবীর সিংয়ের মতো তারকাদের উচিত তামাকের বিজ্ঞাপন বন্ধ করা। কারণ এতে পড়ুয়াদের মনে খারাপ প্রভাব পড়ে। আর সিগারেট প্রস্তুতকারক সংস্থাগুলি পড়ুয়াদেরই নিশানা বানিয়ে রেখেছে।


কিছুদিন আগেই এক অনুরাগী সোশ‍্যাল মিডিয়ায় অমিতাভকে প্রশ্ন করেন, ‘আপনি পান মশলার বিজ্ঞাপন কেন করছেন? আপনি তো সকলের আদর্শ। তাহলে আপনার আর অন‍্যদের মধ‍্যে পার্থক‍্য কী রইল?’ উত্তরে বিগ বি লেখেন, ‘আমি ক্ষমাপ্রার্থী। কোনো ব‍্যবসাতেই যদি কারোর ভাল হয় তাহলে এটা ভাবা উচিত নয় যে আমরা কেন এর সঙ্গে যুক্ত হচ্ছি। হ‍্যাঁ, ব‍্যবসাতে নিজের ব‍্যবসার দিকটাও দেখতে হয় বইকি। এবার আপনার মনে হচ্ছে এটা আমার করা উচিত না। কিন্তু এটা করতে তো আমি টাকা পাচ্ছি। তাছাড়া আমার উদ‍্যোগে তো আরো মানুষও কাজ করতে পারছে।’

X