বাংলাহান্ট ডেস্ক : খুলতে না খুলতেই কানাডায় জঙ্গি হামলার মুখে পড়ে কপিল শর্মার (Kapil Sharma) ক্যাফে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ক্যাফে লক্ষ্য করে প্রায় নয় রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। সেই ধাক্কা সামলাতে উঠতে না উঠতেই এবার সরাসরি কপিলের উপরেই এল হামলার হুমকি। জানা গিয়েছে, খলিস্তানি জঙ্গি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ রয়েছে এই হুমকির পেছনে। একটি ভিডিও প্রকাশ করে কপিলকে (Kapil Sharma) হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই সংগঠনের তরফে।
কপিল শর্মাকে (Kapil Sharma) হুমকি জঙ্গি সংগঠনের
উল্লেখ্য, গুরপতবন্ত সিং পান্নুনের এই সংগঠন সম্প্রতি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। সেখানে পান্নুনকে বলতে শোনা যায়, ‘কপিল শর্মা এবং সমস্ত হিন্দু ব্র্যান্ডের বিনিয়োগকারীদের জন্য কানাডা খেলার মাঠ নয়। রক্তমাখা টাকা নিয়ে ভারতে ফিরে যান।’ তাঁকে আরও বলতে শোনা যায়, কানাডায় ব্যবসার আড়ালে থাকা হিন্দুত্ববাদের হিংসাত্মক মতাদর্শ ছড়াতে দেওয়া যাবে না’।
কী বলা হয়েছে ভিডিওতে: ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশেও কটাক্ষ শানাতে দেখা যায় পান্নুনকে। তাঁকে বলতে শোনা যায়, ‘কপিল শর্মা (Kapil Sharma) মেরা ভারত মহান বলেন। প্রকাশ্যে মোদীর হিন্দুত্বের প্রচারও করেন তিনি। কিন্তু তিনি ভারতের বদলে কানাডায় বিনিয়োগ করছেন’।
আরও পড়ুন : ৬ লক্ষ টাকা দিয়ে বিদ্যুৎ দফতরে চাকরি, নেপথ্যে তৃণমূল! ‘গোপন চিরকুট’ ফাঁস করে তোলপাড় ফেললেন সুকান্ত
কিছুদিন আগেই হামলা ক্যাফেতে: উল্লেখ্য, এর আগে কপিলের ক্যাফেতে হামলার ঘটনার দায় স্বীকার করেছিল হরজিৎ সিং লাড্ডি। জানা যাচ্ছে, কপিল শর্মার (Kapil Sharma) কিছু মন্তব্যে নাকি রুষ্ট হয়েছিলেন হরজিৎ সিং। তাতেই এই হামলার নির্দেশ। উল্লেখ্য, এই হরজিৎ সিং এর বিরুদ্ধে আগে থেকেই রয়েছে খুনের মামলা। গত বছর পঞ্জাবের রূপনগরে বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিকাশ প্রভাকরকে খুনের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই থেকেই এনআইএর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম রয়েছে হরজিতের।
আরও পড়ুন : ‘ব্যক্তিগত-রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট হয়েছে’, AI নির্মিত নগ্ন ছবি বিতর্কে এবার বড় পদক্ষেপ রাজন্যার
প্রসঙ্গত, ক্যাফেতে হামলার বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কপিল (Kapil Sharma)। তবে ক্যাফের তরফে একটি বার্তায় বলা হয়, ‘আমরা আনন্দ দেওয়ার আশায় এই ক্যাফে খুলেছিলাম। আমাদের স্বপ্ন ছিল মানুষের ভালোবাসা পাওয়ার। তবে এই ঘটনাটা হৃদয়বিদারক। এই ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছি আমরা’।