অন‍্যকে ব‍্যঙ্গ করে রোজগার করেন, এবার নিজের স্ত্রীই সর্বসমক্ষে অপমান করলেন কপিলকে!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে বলিউড তথা গোটা দেশের জনপ্রিয় কমেডিয়ানদের মধ‍্যে একজন কপিল শর্মা (kapil sharma)। দীর্ঘদিন ধরে টেলিভিশন শো করে আসছেন তিনি, হাসাচ্ছেন আমজনতা থেকে শুরু করে তারকাদেরও। অন‍্যদের ব‍্যাপারে হাটে হাঁড়ি ভেঙে, মাঝে মধ‍্যে সূক্ষ্ম অপমান করেই পকেটে টাকা ঢোকে কপিলের। কিন্তু তাঁকেই যে সর্বসমক্ষে নিজের স্ত্রীর কাছে অপমানিত হতে হবে তা কে জানত?

এতদিন টেলিভিশনে হত ‘দ‍্য কপিল শ‍র্মা শো’। এবার OTT প্ল‍্যাটফর্মে শুরু হতে চলেছে তাঁর নতুন শো ‘আই অ্যাম নট ডান ইয়েট’। সদ‍্য সেই শোয়েরই একটি প্রোমো প্রকাশ‍্যে আনেন কপিল। সেখানে দেখা গিয়েছে তাঁর স্ত্রী গিনি ছতরতকেও। কমেডিয়ান জানান, বাড়িতে যখন তিনি পারফর্ম‍্যান্সের অনুশীলন করছিলেন তখন শোয়ের নামটা বারংবার বলছিলেন।


এক সময় অতিষ্ঠ হয়ে গিনি তাঁর দিকে একটা বালিশ ছুঁড়ে মেরে প্রশ্ন করেন, আড়াই বছরের মধ‍্যে দুজন সন্তান হয়েছে তাঁদের। আরো কী চান কপিল? এরপরেই স্ত্রীকে বেকায়দায় ফেলার উদ্দেশে গিনিকে তিনি প্রশ্ন করেন, একজন স্কুটার চালককে বিয়ে করতে গেলেন কেন তিনি?

কিন্তু প্রশ্নটা করেই ভুল করে বসেন কপিল। সঙ্গে সঙ্গে স্বামীকে কটাক্ষ করে গিনি বলেন, “ধনীদের তো সবাই ভালবাসে। আমি ভাবলাম একজন গরীবের ভাল করি।” এখানেই শেষ নয়। শোতে কপিল এও জানান, মদের নেশার ঘোরে একবার খোদ প্রধানমন্ত্রীকে তিনি টুইট করেছিলেন! আগামী ২৮ জানুয়ারি থেকে নেটফ্লিক্সে শুরু হবে কপিলের এই বিশেষ শো।

https://www.instagram.com/tv/CYil9IXhWZl/?utm_medium=copy_link

২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন কপিল ও গিনি। গত ১২ ডিসেম্বর তাঁদের দাম্পত‍্য জীবনের তিন বছর পূর্ণ হয়েছে। কলেজে প্রথম দেখা দুজনের। তারপর কর্মসূত্রে অন‍্যত্র চলে যান কপিল। আনন্দ করজ সহ হিন্দু মতেও বিয়ে সেরেছিলেন দুজনে। অমৃতসর, দিল্লি ও মুম্বইতে হয়েছিল রিসেপশন। এখন দুই ছেলেমেয়েকে নিয়ে সুখের সংসার কপিল গিনির।

সম্পর্কিত খবর

X