বাংলা হান্ট নিউজ ডেস্ক: শেষ কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেটে রীতিমতো ঝড় বয়ে চলেছে। সেই ঝড়ের মধ্যে দিয়েই আজ ভোরে দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছে ভারতীয় দল। বিসিসিআইয়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বুমরাহ, উমেশ যাদব, রাহানে, পূজারাদের ছবি পোস্ট করে সে খবর জানান দেওয়া হয়েছে। গতকাল সাংবাদিক বৈঠকে বিরাট কোহলির চাঞ্চল্যকর মন্তব্যের পর বোর্ডের তরফে আর নতুন কোনও আপডেট আসেনি। অন্তত প্রকাশ্যে বিরাট কোহলি বা অন্য কোনও বিষয় সংক্রান্ত বিতর্কের ছিটেফোঁটাও প্রকাশ পেতে দেয়নি তারা।
তবে কি বিরাটের বিশাল মন্তব্য এবং বিসিসিআইকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা পুরোপুরি হজম করে নিলো বিসিসিআই? তেমনটা অবশ্য নয়। তবে বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে বিরাটের বক্তব্য খণ্ডন করা হবে এমনটা সিরিজের আগে করলে তার প্রভাব দলের পারফরম্যান্সের ওপর পড়বে তা জানা কথা। তবে পরবর্তীকালে মিথ্যে বলার জন্য বিরাট-কে শোকজও করা হতে পারে। তার আগে খানিকটা অপ্রত্যাশিতভাবেই এক বিশ্বজয়ী অধিনায়কের সমর্থন পেয়ে গেল ভারতীয় বোর্ড।
এরই মধ্যে কোহলির বিরুদ্ধে বক্তব্য রাখলেন ভারতকে প্রথমবার বিশ্বকাপ জেতানো অধিনায়ক। বর্তমান টেস্ট অধিনায়কের উদ্দেশে কপিল দেব বলেছেন, “এই সময় কারও দিকে অভিযোগের আঙুল তোলা ঠিক নয়। দক্ষিণ আফ্রিকা সফর আসছে। বিরাটের এখন খেলার দিকে মনোযোগ দেওয়া উচিত। একে অপরের ব্যাপারে এভাবে প্রকাশ্যে বাজে কথা বলে কারওরই ভাল হচ্ছে না।”
তবে ভারতের আরেক প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার বিরাট কোহলির পাশেই দাঁড়িয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, যে প্রশ্নগুলি উঠছে, সেই প্রশ্নের জবাব সৌরভের বোর্ডের দেওয়া উচিত। এমনকি পাকিস্তান থেকেও সমর্থন পেয়েছেন বিরাট। প্রাক্তন বাঁ হাতি পাক ব্যাটসম্যান সলমন বাট বলেছেন, বহু প্রশ্নের জবাব দিতে হবে সৌরভকে। কিন্তু এই বিতর্কে কি আদতে ভারতীয় ক্রিকেটের লাভ হবে?