বাংলা হান্ট ডেস্ক : আরজিকরের তরুণী চিকিৎসক হত্যার প্রতিবাদ আন্দোলনে সাধারণ মানুষের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে পথে নামছেন বিনোদন জগতের তারকারাও। ইতিমধ্যেই শ্যামবাজারে মেয়েদের রাত দখলে গিয়ে চরম অপমানিত হয়েছেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নির্যাতিতার নির্মম হত্যা-ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে সরব হয়ে সোশ্যাল মিডিয়ায় চরম হেনস্থার মুখে পড়লেন ছোট পর্দার আরও এক জনপ্রিয় অভিনেত্রী স্নেহা চ্যাটার্জী (Sneha Chatterjee)।
আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে চরম হেনস্থার শিকার ছোটপর্দা স্নেহা চ্যাটার্জী (Sneha Chatterjee)
তিলোত্তমা হত্যাকাণ্ডের শুরু থেকেই প্রতিবাদের সরব হয়েছেন স্নেহা (Sneha Chatterjee)। কিন্তু তার জন্যই যে এমন কটুক্তির মুখে পড়তে হবে তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি। ঘটনার সূত্রপাত হয় একটি ভিডিওকে কেন্দ্র করে। তরুণীর বিচারের দাবিতে যাদবপুরের ৮-বি বাসস্ট্যান্ডে জড়ো হওয়া আমজনতার প্রতিবাদের একটি ভিডিও সরাসরি ফেসবুক ওয়ালে শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী (Sneha Chatterjee)।
সেই ভিডিওর কমেন্ট সেকশনেই রীতিমতো হুঁশিয়ারি দিয়ে ‘মাওবাদী’ বলে বেলাগাম ভাষায় আক্রমণ করা হয় অভিনেত্রীকে। শুধু তাই নয়, সরাসরি নাম নিয়ে অকথ্য ভাষায় কটাক্ষ করা হয় বয়সে বড় স্নেহারই একজন সহ-অভিনেত্রীকে। এদিন ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালের বিদিশা অভিনেত্রী স্নেহার উদ্দেশ্যে পায়েল নামের জনৈক এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মাওবাদী এসে গেছে। যেই আগুন জ্বালাচ্ছেন, সেই আগুনেই পুড়বেন। স্বামী তো বহুদিন আগেই ভেগে গেছে এর জন্য’।
তখন আর চুপ থাকতে না পেরে স্নেহা ওই নেটিজেনকে পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি কত জানেন আমার সম্পর্কে, কত সময়, কত খবর রেখে বেড়ান?’ কিন্তু এখানেই শেষ নয় জনৈক ওই মহিলা এরপর বর্ষীয়ান অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তীকে ‘হিজড়ে’ বলে নিন্দনীয় ভাষায় আক্রমণ করেন। লেখেন সিরিয়ালের অভিনেতারা নাকি ‘২ পয়সার পাঠ করেন।’
আরও পড়ুন : প্রকাশ্যে শ্বেতাকে চুমু! রুবেলের জন্মদিনে নায়িকা যা কাণ্ড ঘটালেন…..হাঁ হয়ে গেছেন ফ্যানরাও
তখন সিনিয়র অভিনেত্রীর অপমানের জবাবে স্নেহা তাকে পাল্টা প্রশ্ন করেন, ‘কী ভাবে পেট চললে নাটক হয় না, যদি একটু বলেন। তাহলে তো রোগী দেখে যাদের পেট চলে, তারা সবচেয়ে বড় নাটক করছেন আপনার মতে’।
এরপর এই পুরো কথোপকথনের স্ক্রিনশট ফেসবুক পেজে শেয়ার করেন অভিনেত্রী। এই ঘটনার প্রতিক্রিয়ায় আনন্দবাজারকে স্নেহা বলেছেন , ‘শুধু আমাকে আক্রমণ করা হয়েছে বলে নয়। আমার সঙ্গে আমারই ধারাবাহিকের বর্ষীয়ান অভিনেত্রীকে অকথ্য ভাষায় আক্রমণ করা হল। পরে মনে হয়েছে, উত্তর না দিলেও হত। কারণ এখন অনেক বড় লড়াই চলছে।’