বাংলাহান্ট ডেস্ক: এর আগে একবার করন জোহরের (Karan Johar) বিরুদ্ধে বলিউডে করোনা (Corona) ছড়ানোর অভিযোগ উঠেছিল বলিউডে। তাঁর তারকা খচিত বলিউড পার্টিতে যাওয়ার পরেই পরপর আক্রান্ত হয়েছিলেন করিনা কাপুর খান, অমৃতা অরোরা, শানায়া কাপুৎ, রিয়া কাপুরের মতো অভিনেত্রীরা। সে এক দিন গিয়েছে বটে।
বলিউডের একগুচ্ছ তারকার করোনা আক্রান্ত হওয়ার আসত এক দিন পরে পরেই। মাঝে টিনসেল নগরীর পরিস্থিতি একটু ভাল হলেও এখন আবার ফিরে এসেছে আগের ভয়াবহতা। পরপর অভিনেতা অভিনেত্রীদের আক্রান্ত হওয়ার খবর আসছে। আর অভিযোগের আঙুল উঠেছে ফের সেই করনের দিকে।
সম্প্রতি যশ রাজ ফিল্মস স্টুডিওতে নিজের ৫০ তম জন্মদিনের পার্টি দিয়েছিলেন করন। গোটা বলিউড প্রায় ভেঙে পড়েছিল সেদিনের পার্টিতে। এসেছিলেন শাহরুখ খান, গৌরী খান, করিনা কাপুর খান, মালাইকা অরোরা, কিয়ারা আডবানী, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, কাজল, রানি মুখার্জির মতো তারকারা।
সেই পার্টির কয়েকদিন পরেই করোনা মাথাচাড়া দিয়ে উঠেছে মুম্বইতে। বলিউডি সংবাদ মাধ্যমের প্রতিবেদন দাবি করছে, করনের পার্টি ‘সুপার স্প্রেডার’ এর ভূমিকা পালন করেছে। অর্থাৎ এই পার্টি থেকেই দ্রুত ছড়িয়ে পড়েছে করোনা। ৫০ জনেরও বেশি অতিথি আক্রান্ত হয়েছেন বলে খবর।
সূত্রের খবর, করনের পার্টিতে যারা যারাই গিয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগ করোনা নিয়ে ফিরেছেন। কিন্তু এখন মুখে কুলুপ এঁটে রয়েছেন তারা। এমনকি কার্তিক আরিয়ান যিনি করনের পার্টির আমন্ত্রণ পর্যন্ত পাননি তাঁকেও ভুগতে হচ্ছে। কার্তিকের ‘ভুলভুলাইয়া ২’ অভিনেত্রী কিয়ারা উপস্থিত ছিলেন পার্টিতে। ছবির প্রচারের সময়ে তাঁর থেকেই করোনা ছড়িয়েছে কার্তিকের শরীরে।
যদিও করনের ঘনিষ্ঠ সূত্র সমস্ত দাবি নস্যাৎ করে দিয়েছে। করনের পার্টি থেকে কোনো করোনা ছড়ায়নি, দাবি সূত্রের। পরিচালক প্রযোজক নাকি এখন ‘কফি উইথ করন’ এর শুটে ব্যস্ত। সেখানে আরটিপিসিআর পরীক্ষা করানো হচ্ছে। অতিথিদেরও পরীক্ষা করাতে হচ্ছে। তাই অহেতুক করনের নাম টেনে আনাটা উচিত নয় বলেই দাবি তাঁর ঘনিষ্ঠ জনদের।