সিনেমা ডুবছে ডুবুক, পতৌদি প‍্যালেসে ক্ষেতের টাটকা মূলো দিয়ে পরোটা খেতে ব‍্যস্ত করিনা!

বাংলাহান্ট ডেস্ক: সদ‍্য সদ‍্য বড় ধাক্কা খেয়েছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। তাঁর ‘লাল সিং চাড্ডা’ কার্যত মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। ১৮০ কোটি টাকা বাজেটের ছবি সব মিলিয়ে প্রায় ৮০-৯০ কোটি টাকা তুলতে পারবে বলে মনে করছেন ফিল্ম বিশেষজ্ঞরা। বড় ক্ষতির মুখে পড়তে চলেছেন প্রযোজকরা। কিন্তু করিনা তাতে সম্ভবত বিশেষ প্রভাবিত হননি।

আপাতত পতৌদি প‍্যালেসে সময় কাটাচ্ছেন করিনা। সঙ্গে স্বামী সইফ আলি খান এবং দুই সন্তান তৈমুর আলি খান এবং জাহাঙ্গীর আলি খান। ছবির একটানা প্রচারের পর কিছুটা সময় বিরতি নিতে চান বেবো। আর করিনার কাছে চিরকালই পরিবার এবং বন্ধুরা বিশেষ গুরুত্ব পেয়েছে। এবারেও পরিবারের সঙ্গেই নিজেদের নবাবি প‍্যালেসে সময় কাটাচ্ছেন তিনি।

kareena kapoor bd 5 jpg
সম্প্রতি কয়েকটি ছবি শেয়ার করেছেন করিনা। সবজি ক্ষেতে মূলো তুলতে দেখা গিয়েছে ছোট্ট তৈমুরকে। অনেকটা অঞ্চল জুড়ে বিস্তৃত পতৌদি প‍্যালেস। ক্ষেতে নিজেদের সবজিও চাষ করেন সইফ এবং করিনা। এর আগেও ক্ষেত থেকে নিজে হাতে সবজি তুলতে দেখা গিয়েছিল তৈমুরকে।

পতৌদি প‍্যালেসে আসলে তৈমুরকে ওখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে দেন করিনা। ছবিগুলি শেয়ার করে তিনি লিখেছেন, ‘দুপুরের খাবারের জন‍্য ঘি দিয়ে গরম গরম মূলোর পরোটা।’ শুধু তাই নয়, সইফের সঙ্গে ব‍্যাডমিন্টন খেলার ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/Ch4DOsEoK0r/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, লাল সিং চাড্ডা মুক্তির আগে থেকেই নেটিজেনদের বয়কটের মুখে পড়েছেন করিনা। তিনি যাতে কোনো কাজ না পান তার জন‍্য সুর চড়িয়েছেন তারা। এমনকি একটি নামী গাড়ির ব্র‍্যান্ডকেও বয়কটের ডাক দেওয়া হয়েছে। যেহেতু ওই গাড়ির ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর করিনা।

https://www.instagram.com/reel/Ch1fHMzodL9/?igshid=YmMyMTA2M2Y=

টুইটে একজন ‘হ‍্যাশট‍্যাগ বয়কট মার্সিডিজ’ বলে ট্রেন্ড শুরু করেছেন। ওই গাড়ি সংস্থার হয়ে বিজ্ঞাপন, ফটোশুট, প্রচার করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তাঁর বিরুদ্ধে ঘৃণা এতটাই তীব্র যে ব্র‍্যান্ডগুলিকেও ছেড়ে কথা বলছেন না নেটনাগরিকরা।

পাশাপাশি ক্ষোভের মুখে পড়েছেন করিনার দুই ছেলে তৈমুর এবং জাহাঙ্গীর। নেটিজেনদের কয়েকজন প্রশ্ন করেছেন, হিন্দু নাম কি কম পড়েছিল যে মুসলিম নাম রেখেছেন তিনি ছেলেদের? উল্লেখ‍্য, তৈমুর এবং জাহাঙ্গীর নাম রাখার জন‍্য এর আগেও একাধিক বার তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে করিনাকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর