গার্লস গ‍্যাংয়ের সঙ্গে পার্টি করার সময় মনে ছিল না? করোনার জন‍্য সাধারন মানুষকে দায়ী করায় তুলোধনা করিনাকে

বাংলাহান্ট ডেস্ক: করোনার (corona) দ্বিতীয় ঢেউএর ধাক্কায় বেসামাল গোটা দেশ। মারণ ভাইরাসের দাপটে ত্রাহি ত্রাহি রব বলিউডেও (bollywood)। ইতিমধ‍্যেই বেশ কয়েকজন তারকা করোনা আক্রান্ত হয়েছেন। এমনকি প্রাণও হারিয়েছেন কয়েকজন। তা সত্ত্বেও দলে দলে তারকাদের মালদ্বীপ ভ‍্যাকেশনে পাড়ি দিতে দেখা গিয়েছে।

অতি সম্প্রতি ভারতীয় পর্যটকদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হওয়ায় ফের মুম্বই ফিরে এসেছেন দিশা, আলিয়া, রণবীররা। আর ফিরেই একপ্রস্থ ট্রোলের মুখে পড়তে হয়েছে তাঁদের। এবার সেই আগুনে কার্যত ঘি ঢালার কাজ করলেন করিনা কাপুর খান (kareena kapoor khan)। ক্রমশ বাড়তে থাকা করোনার জন‍্য প্রত‍্যেকটা সাধারন মানুষকেই দায়ী করে বসলেন তিনি।

Kareena Kapoor Khan in Judy Zhang in Mumbai 1366x768 1
একটি পোস্ট শেয়ার করেছেন তিনি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে। সেখানে অভিনেত্রী লিখেছেন, ‘আমি ভাবতেও পারছি না যে এখনো কিছু মানুষ আমাদের দেশের বর্তমান অবস্থাটা বুঝছে না। এরপর যখন মাস্ক ছাড়া বা থুতনিতে মাস্ক পরে বাইরে বেরোবেন তখন আমাদের চিকিৎসক ও স্বাস্থ‍্যকর্মীদের কথা একটু চিন্তা করবেন। ওরা শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়ছে। যারা যারা এটা পড়ছে সকলেই শৃঙ্খল ভাঙার জন‍্য দায়ী।’

https://www.instagram.com/p/CONDnaeJWhI/?igshid=lccdi8lh8003

এর ফলও যা সবার তাই হল। করিনাকে কার্যত তুলোধনা করেছে নেটিজেনরা। শুধু সাধারন মানুষকেই দায়ী করছেন করিনা। অন‍্যদিকে যখন তারকারা বিদেশে গিয়ে পার্টি করে আসছেন তখন করোনা ছড়াচ্ছে না প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘এসব বলার আগে নিজের ভাইকে সামলান। সেও তো কদিন আগে প্রেমিকাকে নিয়ে মালদ্বীপ ঘুরে এল।’ আবার আরেকজন লিখেছেন, ‘এসব লেখার বদলে নিজের দেশকে একটু সাহায‍্য করুন।’

IMG 20210428 212248IMG 20210428 212306
প্রসঙ্গত, কিছুদিন আগেই করোনা মুক্ত হয়ে আলিয়া ভাটকে সঙ্গে নিয়ে মালদ্বীপ পাড়ি দেন রণবীর কাপুর। অবশ‍্য সে দেশের সরকার থেকে নিষেধাজ্ঞা জারি হওয়ার আবারো মুম্বইতে ফেরত এসেছেন তাঁরা। তবে এর জেরে বেশ ট্রোলের সম্মুখীন হতে হয়েছে দুজনকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর