হেভিওয়েট দুই তারকা সন্তান, তৈমুর ও ইনায়ার মিষ্টি ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করলেন করিনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন করিনা কাপুর খান (kareena kapoor khan)। সম্প্রতি ননদ সোহা আলি খান এবং কুণাল খেমুর মেয়ে ইনায়া নাওমি খেমুর (inaaya naumi kemmu) সঙ্গে ছেলে তৈমু্র আলি খানের (taimur ali khan) ছবি শেয়ার করেছেন তিনি। আর শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে দুই মিষ্টি ভাই বোনের এই ছবিটি।

ছবিতে দেখা যাচ্ছে, বোন ইনায়াকে ধরে হাসিমুখে সোফায় বসে রয়েছে তৈমুর। ইনায়া এক হাত দিয়ে ধরে রেখেছে দাদার হাঁটু। তাঁর পরনে লাল রঙের ফ্লোরাল ড্রেস। অপরদিকে তৈমুর পরেছে কালো টিশার্ট ও হাফ প‍্যান্ট। নেটিজেনরা আদরে আদরে ভরিয়ে দিয়েছেন দুজনকে।


দিওয়ালি থেকে লম্বা একটা ছুটি হিমাচল প্রদেশে কাটিয়েছেন করিনা কাপুর খান। সঙ্গে ছিলেন স্বামী সইফ আলি খান ও ছেলে তৈমুর আলি খান। সম্প্রতি পালমপুর থেকে একটি সেলফি শেয়ার করে মুম্বই ফেরার কথা জানান অভিনেত্রী।

https://www.instagram.com/p/CInxg0uJOso/?igshid=1hdj2ipglh8hj

তার আগে পালমপুরে স্থানীয় গ্রাম ও একটি টি এস্টেটে ছেলে তৈমুরকে ঘোরাতে নিয়ে যান করিনা ও সইফ। সেই সব ছবি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে ফার্মের তরফে সইফ করিনার এই ভ্রমণের আয়োজন করা হয়েছিল তারাই বেশ কিছু ছবি শেয়ার করেন নেটদুনিয়ায়।

ছবিতে দেখা যায়, স্থানীয় গ্রামের কিছু মানুষের সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন করিনা। সইফ করিনাকে সকলের সঙ্গে বসে খাবার খেতেও দেখা গিয়েছে। চা বাগানের সামনে তৈমুরকে নিয়েও ক‍্যামেরাবন্দি হয়েছেন দুই তারকা বাবা মা। এই ছবিগুলিই এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

সম্প্রতি একটি নতুন ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেন করিনা। পরনে সাদা কালো ওভারকোট, চোখে কালো সানগ্লাস, হালকা গোলাপি ঠোঁটে পাউট করে সেলফি তুলেছেন তিনি। ক‍্যাপশনে লিখেছেন, ‘বাই বাই পালমপুর। কি দারুন অভিজ্ঞতা, আর হ‍্যালো মুম্বই। আমি বাড়ি ফিরছি।’

ছবিটি পোস্ট করতেই তুমুল ভাইরাল নেটদুনিয়ায়।  অনুরাগীরা তো বটেই করিনার গ্ল‍্যামারাস লুকের প্রশংসা করে কমেন্ট করেছেন তাঁর প্রিয় বান্ধবী মালাইকা অরোরাও। তবে অনেকে ট্রোল করতেও ছাড়েননি বেবোকে।

X