ইচ্ছে একটাই, তৃতীয়বার মসনদে বসুক নমো! মনোবাঞ্ছা পূরণে মা কালীকে আঙুল কেটে অর্পণ ভক্তের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : অনেক সময় রাজনৈতিক কর্মীদের প্রিয় নেতা বা নেত্রীর জন্য হোম-যজ্ঞ-প্রার্থনা করতে দেখা যায় আমাদের দেশে। তবে সম্প্রতি কর্নাটকের এক মোদী ভক্ত নিজের আঙুল কেটে বলি দিলেন নরেন্দ্র মোদীর জয়ের কামনায়। নিজের কাটা আঙুল নিয়ে মা কালীর সামনে প্রার্থনা করলেন যাতে পুনরায় নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন।

জানা গেছে এই ব্যক্তির নাম বর্ণেকর। তিনি কর্ণাটকের করওয়ার শহরের বাসিন্দা। এই ব্যক্তি নিজের বাড়িতে গড়ে তুলেছেন নরেন্দ্র মোদীর একটি ‘মন্দির।’ একটি রিপোর্ট অনুযায়ী, এই ব্যক্তি নিজের আঙুল কাটার পর রক্ত দিয়ে দেওয়ালে মঙ্গল কামনা লেখেন। এই ব্যক্তির কথায়, ‘মোদী বাবা সবার চেয়ে মহান’। বর্ণেকর নামের এই ব্যক্তি আগে কাজ করতেন বলিউডে।

আরোও পড়ুন : ‘ও অভাগী’তে নবরূপে ফিরলেন মিথিলা! যৌনতার ফাঁদ এড়িয়ে এ যেন শুধুই সতীত্বের জয়

 বর্তমানে কর্নাটকে নিজের বাড়িতেই বাস এই ব্যক্তির। জানা গেছে এই ব্যক্তির ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও এভাবে বলি দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে সেবার তিনি ব্যর্থ হন। কিন্তু তৃতীয় বারের জন্য মোদীকে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখার প্রার্থনায় তিনি ব্যর্থ হলেন না। যদিও এই ব্যক্তির কার্যকলাপে মোটেও খুশি নন স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা।

varnekar finger acrifice 1712660242595 1712660248563

কারওয়ারের এক স্থানীয় বিজেপি কর্মী জগদীশ নায়েক জানিয়েছেন, ‘এগুলো পাগলামি। এই সব না করে তিনি মানুষের কাছে গিয়ে এটা বোঝাতে পারেন যে মোদী সরকার কত কী ভালো কাজ করেছে।’ নন্দ কিশোর নামের এক বিজেপি নেতার কথায়, ‘আমি হতবাক। আমি আবেদন করব, এই ধরনের কাজ যেন লোকে না করে। এটা অন্তত সঠিক উপায় নয়।’

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X