মন্দিরের আয়ে ১০% কর! কর্ণাটকের কংগ্রেস সরকার বিল আনতেই চারিদিকে বিতর্কের ঝড়

বাংলাহান্ট ডেস্ক : বুধবার কংগ্রেস শাসিত কর্নাটক রাজ্যে নতুন বিল আনা হয়েছে। এই বিল অনুযায়ী, যেসব মন্দিরের আয় কোটি টাকা বা তার বেশি, সেই সব মন্দিরকে দিতে হবে ১০% কর। কর্নাটক বিধানসভায় ‘হিন্দু রিলিজিয়াস ইনস্টিটিউশনস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্ট বিল’ পাশ হয় বুধবার। তারপর থেকেই শুরু হয়েছে তীব্র প্রতিবাদ।

যদিও বিজেপির সব ধরনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন কর্ণাটকের পরিবহণমন্ত্রী ও কংগ্রেস নেতা রামালিঙ্গা রেড্ডি। রাজস্বের টাকা সরকার নেবে না বলে দাবি করেছেন তিনি। তীব্র ভাষায় নিন্দা জানিয়ে বিজেপি বলেছে, এই বিল প্রমাণ করে দেয় যে কংগ্রেস হিন্দু বিরোধী। কর্নাটকের বিজেপি সভাপতি বিজয়েন্দ্র ইয়েদিউরপ্পা গতকাল এক্স হ্যান্ডেলে এই বিলের বিষয়ে তীব্র নিন্দা করেছেন।

আরোও পড়ুন : চরম দারিদ্রতা, বাধ্য হয়ে স্কুল না গিয়ে ভিক্ষা! দুই নাবালকের দায়িত্ব নিয়ে নজির সৃষ্টি ভাতার থানার ওসির

তিনি লিখছেন, এই বিলের মাধ্যমে কংগ্রেস সরকার চাইছে তাদের ‘শূণ্য কোষাগার’ পূরণ করতে। একই সাথে এই বিজেপি নেতার প্রশ্ন, কেন শুধু রাজস্ব আদায় করা হবে হিন্দু মন্দির থেকে? কোন যুক্তিতে বাদ যাবে অন্যান্য ধর্মীয়স্থানগুলি? বিজেপি নেতা এই পরিস্থিতিতে কংগ্রেসের বিরুদ্ধে এনেছেন পক্ষপাতিত্বের অভিযোগ।

আরোও পড়ুন : অ্যাকশন গ্রাউন্ড জিরোয়! এবার সন্দেশখালি যাচ্ছেন অভিষেক, হবে বিরাট সভা

এই কংগ্রেস নেতার কথায়, রাজস্বের টাকা ব্যবহার করা হবে ‘ধর্মীয় পরিষদে’র কাজেই। পাশাপাশি রামালিঙ্গা রেড্ডির দাবি, বিজেপি যখন ক্ষমতায় ছিল তখন তারাও এই কাজ করেছিল। যেসব মন্দিরের আয় ৫ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা ছিল তাদের থেকে ৫ শতাংশ কর নেওয়া হত। ১০ শতাংশ কর দিতে হত ২৫ লক্ষ টাকা বেশি আয়ের ক্ষেত্রে।

temple tax bill small 1708579501

কর্ণাটক সরকারের মন্ত্রী দাবি করেছেন,  “সরকার ‘ধর্মিক পরিষদ’ গড়েছে। সেখানেই যাবে মন্দিরগুলি থেকে প্রাপ্ত অর্থ। ওই পরিষদের উদ্দেশ্য হল আর্থিকভাবে দুর্বল পুরোহিতদের উন্নতি, সি গ্রেড মন্দিরের উন্নতি এবং দুঃস্থ পুরোহিতদের সন্তানদের শিক্ষা প্রদান করা। মন্দিরের টাকায় এই কাজগুলিই হবে।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর