ম্যাক্সওয়েল, কার্তিকের দুরন্ত ব্যাটিংয়ে পন্থদের দিল্লিকে উড়িয়ে জয়ের সরণিতে ফিরলো RCB

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দুরন্ত দীনেশ এবং ম্যাডম্যাক্সের দাপটে উড়ে গেল দিল্লি বোলাররা। রান তাড়া করতে নেমে ওয়ার্নার, পন্থরা চেষ্টা করেও পারলেন না। ফলে সিএসকে-এর বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ালো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চলতি মরশুমে নিজেদের চতুর্থ ম্যাচ জিতে পয়েন্টস টেবিলে ৩ নম্বরে উঠে এলেন কোহলিরা।

ব্যাট করতে আজ আবারও টপ অর্ডারের তিনজনকে দ্রুত হারায় আরসিবি। মুম্বাইয়ে রোহিতের মতোই, আরসিবির হয়ে অফফর্ম অব্যাহত বিরাট কোহলির। আজ দুর্ভাগ্যবশত ১২ রান তিনি ললিত যাদবের হাতে রান আউট হন। ৭ ওভারের মধ্যে ৪০ রান করে ধুঁকছিল আরসিবি। তখন আরসিবির ইনিংসের হাল নিজের হাতে নেন ম্যাক্সওয়েল। কিন্তু উল্টোদিক থেকে উইকেট পড়তেই থাকে।

এরপর পাল্টা আক্রমণ শুরু করে ম্যাক্সওয়েল। উল্টোদিকে উইকেট আগলে দাঁড়ান শাহবাজ আহমেদ। ৩৪ বলে ৫৫ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হন ম্যাক্সওয়েল। কিন্তু দলের স্কোর তখন ৫ উইকেট হারিয়ে ৯২। এবার ক্রিজে আসেন দীনেশ কার্তিক। ঝোড়ো আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তিনি। মুস্তাফিজুর রহমানের এক ওভারে নেন ৪টি চার ও ২টি ছয় সহযোগে ২৮ রান। শেষপর্যন্ত ৩৪ বলে ৬৬ করে অপরাজিত থাকেন তিনি। তাকে যোগ্য সংগত দিয়ে ২১ বলে ৩২ রানে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ।

Karthik shahbaz

রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন ওয়ার্নার। ৩৮ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। কিন্তু উল্টোদিকে থেকে তাকে সাহায্য করতে পারেননি কেউই। মাঝে ভয়ংকর দেখানো পন্থ (৩৪) কে দুরন্ত এক হাতের ক্যাচে ফেরত পাঠান কোহলি। এরপর কেউই আর বড় ইনিংস খেলতে পারেনি। ফলস্বরূপ ২৬ রানের ব্যাবধানে হারতে হয় দিল্লিকে। বল হাতে মাত্র ২৮ রান দিয়ে ৩ উইকেট আরসিবির হয়ে এই মরশুমে প্রথমবার মাঠে নামা অজি পেসার জস হ্যাজেলউড।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর