বাংলাহান্ট ডেস্ক: একদিকে যেমন প্রশংসা কুড়াচ্ছেন, তেমনি অন্যদিকে বলিউডের পরিচালক প্রযোজকদের ব্যাড বুকে নাম লেখাচ্ছেন কার্তিক আরিয়ান (kartik aaryan)। নম্র স্বভাবের জন্য নেটিজেনদের বিশেষ পছন্দের অভিনেতা তিনি। কিন্তু তাঁর বিরুদ্ধে অভদ্র ব্যবহারের অভিযোগ আনলেন প্রযোজক মণীশ শাহ।
আসন্ন ‘শেহজাদা’ ছবির শুটিংয়েই ব্যস্ত ছিলেন কার্তিক। কিন্তু সম্প্রতি তিনি ছবি ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দেন। আসলে এটি আল্লু অর্জুনের তেলুগু ছবি ‘আলা বৈকুণ্ঠপুরমুলু’র হিন্দি রিমেক। এখনো ছবির মুক্তির তারিখ ঠিক হয়নি। অথচ আসল ছবির নায়ক আল্লু নিজের অভিনীত ছবিটির হিন্দি সংষ্করণের মুক্তির জন্য উঠেপড়ে লাগেন।
তখনি কার্তিক হুমকি দেন যে তিনি হিন্দি রিমেকটি ছেড়ে বেরিয়ে যাবেন যদি আল্লুর ছবির হিন্দি সংষ্করণ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অবশ্য সেটা বন্ধ করে দেওয়া গিয়েছে। বদলে মনীশের টিভি চ্যানেলে সম্প্রচার হবে হিন্দি সংষ্করণটির। কিন্তু কার্তিকের এই ব্যবহারকে অত্যন্ত ‘অপেশাদার’ বলে কটাক্ষ করেছেন প্রযোজক।
সংবাদ মাধ্যমকে তিনি জানান, আল্লু অর্জুন ও অন্য প্রযোজকদের সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভাল। তাই তিনি টিভিতে ছবিটি সম্প্রচারের সিদ্ধান্ত নেন। কার্তিকের জন্য নয়। এমনকি তিনি যে একজন বলিউড অভিনেতা তাই নাকি তিনি জানতেন না বলে দাবি করেন মণীশ।
যদিও প্রযোজকের অভিযোগ, কার্তিক যদি এই পর্যায়ে ছবিটি ছেড়ে দিতেন তবে প্রযোজকদের ৪০ কোটি টাকার ক্ষতি হয়ে যেত। এমনকি তাঁরও ২০ কোটির ক্ষতি হয়েছে বলে জানান মণীশ। আসলে তিনি ভেবেছিলেন, আলা বৈকুণ্ঠপুরমুলুর হিন্দি সংষ্করণটি পুষ্পার থেকেও ভাল ব্যবসা করবে। তাই ২ কোটি টাকা তিনি ডাবিংয়েই খরচ করেছিলেন।
উল্লেখ্য, শেহজাদার প্রযোজনার দায়িত্বে রয়েছেন আল্লু অরবিন্দ যিনি কিনা আল্লু অর্জুনের বাবা। তেলুগু ছবিটিও সহ প্রযোজনা করেছিলেন তিনি। পাশাপাশি হিন্দি ভার্সনটির প্রযোজনা করছেন ভূষণ কুমার ও আমান গিল। যদিও বিতর্ক নিয়ে এখনো মুখ খোলেননি কার্তিক আরিয়ান।