বাংলা হান্ট ডেস্কঃ প্রথা মেনেই শনিবার সাধারণতন্ত্র দিবসের আগের দিন ঘোষণা করা হয়েছে ‘পদ্মশ্রী’ (Padma Award) প্রাপকদের নাম। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানের মধ্যে অন্যতম এই ‘পদ্ম’ পুরস্কার। বাংলা থেকে মোট ৯ জন এই বছর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। এবছর এই পদ্মশ্রী সম্মান তুলে দেওয়া হচ্ছে স্বামী প্রদীপ্তানন্দ অর্থাৎ কার্তিক মহারাজকে।
পদ্মশ্রী সম্মান (Padma Award) পাচ্ছেন কার্তিক মহারাজ
বেলডাঙা ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের মুকুটে এবার নতুন পালক। এদিন পদ্মশ্রী সম্মান (Padma Award) পাওয়ার কথা জানতে পারার পর প্রথম প্রতিক্রিয়া জানিয়ে কার্তিক মহারাজ জানিয়েছেন, ‘দায়িত্ব অনেকটাই বাড়িয়ে দিল। আমাকে আরও বেশি করে সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে। তাদের সুখ দুঃখের সঙ্গে জড়িত থাকতে হবে।’
ঔরঙ্গাবাদের স্বামী প্রজ্ঞানন্দ মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন স্বামী প্রদীপ্তানন্দ। জানা যাচ্ছে, আধ্যাত্মিকতা নিয়ে বিশেষ কাজের জন্য ‘পদ্মশ্রী’ সম্মান (Padma Award) দেওয়া হচ্ছে স্বামী প্রদীপ্তানন্দ তথা কার্তিক মহারাজকে। এই বিশেষ পুরস্কার পাওয়ার কথা জানতে পেরে, তা তিনি প্রণবানন্দ মহারাজ এবং গোটা ভারত সেবাশ্রম সংঘকে উৎসর্গ করেছেন।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! সেন্টার নিয়ে বিরাট সিদ্ধান্ত! নোটিশ পাঠিয়ে দিল পর্ষদ
তাঁর কথায়, ‘ভারত সেবাশ্রম সংঘের সেবক হিসেবে আমি খুব আনন্দিত। আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত অহংকার, অভিমানকে চূর্ণ করে মানুষের পাশে থাকতে পারি।’ প্রত্যেকবারের মতো এবারও প্রজাতন্ত্র দিবসের আগে শনিবার পদ্মশ্রী পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হয়েছে।
পদ্মশ্রী ছাড়াও আরও অন্যান্য পদ্ম পুরস্কার গুলির মধ্যে অন্যতম হল পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ। গতকাল এই পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ সম্মান প্রাপ্তির তালিকাও সামনে এনেছে কেন্দ্র। এবছর মোট ১৩৯ জনকে পদ্ম পুরস্কার দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন ৭ জন। আর পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ১৯ জন। এছাড়া মোট ১১৩ জন পদ্মশ্রী পাচ্ছেন।