বাংলা হান্ট ডেস্কঃ শ্রীনগরের কেন্দ্রস্থলে অবস্থিত মাতা শারিকা দেবী মন্দিরে প্রথমবারের মতো পুজো দিয়ে আবারো শিরোনামে এলেন কাশ্মীরি পণ্ডিতরা। প্রায় 32 বছর পর নবরাত্রিতে এই বিশেষ মন্দিরে তাদের পুজো দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা দেশে।
শ্রীনগরের কেন্দ্রস্থলে অবস্থিত মন্দির যা সাধারণত “পর্বত” নামেই পরিচিত, এবং এই মাতা শারিকা দেবী মন্দিরটিকে কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের পবিত্রতম ধর্মীয় স্থান বলে মনে করা হয়। এই মন্দিরের প্রতি এখানকার মানুষের এতোটাই শ্রদ্ধা যে, প্রতিদিন সকালে আশেপাশে বসবাসকারী হাজার হাজার পণ্ডিত শারিকা দেবী মাতার প্রার্থনা দিয়ে তাদের দিন শুরু করেন।
তবে এবার প্রায় 32 বছর পর ঘটলো এক চমৎকার। নবরাত্রি চলাকালীন এ বছর শারিকা দেবী মাতার আরাধনা করতে দেখা গেলো অসংখ্য কাশ্মীরি পণ্ডিতদের। আর এই ঘটনাতেই আলোড়ন পরেছে গোটা দেশে। শুধু তাই নয়, এর মধ্যে এমন কিছু মানুষও মন্দিরে হাজির ছিলো, যারা রাজ্য ছেড়ে চলে জেওয়ার্য পর প্রথমবারের জন্য সেখানে যান। ফলে মাতার প্রতি তাদের শ্রদ্ধা নবরাত্রির পবিত্র দিনে এই মন্দিরকে এক অন্য মাত্রা দিয়েছে।
প্রসঙ্গত, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীরি ফাইলস’ মুভি রিলিজ করার পর শিরোনামে উঠে আসে কাশ্মীরি পণ্ডিতগণ। সিনেমা হলে বসে তাদের ওপর নির্যাতন ও অত্যাচারের ঘটনা দেখে চোখে জল আসে বহু দেশবাসীর। সিনেমাটি হিট হওয়ার পর থেকেই থেকেই তাদের নাম চলে আসে সামনের সারিতে। যদিও এই নিয়ে কম জলঘোলা হয়নি তবুও বর্তমানে এত বছর পর মাতা শারিকা দেবী মন্দিরে পুজো দেওয়ার মাধ্যমে আবারও যে দেশবাসীর প্রশংসা কুড়ালো কাশ্মীরি পণ্ডিতরা, তা বলা যায়।