বিয়ের পর এক মাসও কাটেনি, নতুন বছর শুরুর আগেই সুখবর দিলেন ক‍্যাটরিনা

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতেই বিয়ের এক মাস পূর্ণ হবে ভিকি কৌশল (vicky kaushal) ও ক‍্যাটরিনা কাইফের (katrina kaif)। গত ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন ভিক‍্যাট জুটি। এই মরশুমের তো বটেই, বলিউডের এতদিনকার সবথেকে চর্চিত বিয়েগুলির মধ‍্যে অন‍্যতম ভিকি ক‍্যাটরিনার বিয়ে। অন্তত এক মাস আগে থেকে তাঁদের বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল বিটাউনে।

আপাতত দুজনেই হানিমুন সেরে মুম্বই ফিরে নতুন ফ্ল‍্যাটে গৃহপ্রবেশও সেরে ফেলেছেন। কাজে যোগ দিয়েছেন ভিকি। মাঝে অবশ‍্য শুটিং থেকে বিরতি নিয়ে স্ত্রীর সঙ্গে সময় কাটাতে এসেছিলেন তিনি। বিয়ের পর প্রথম ক্রিসমাস বলে কথা। স্বামীকে জাপটে ধরে ছবি শেয়ার করেছিলেন ক‍্যাটরিনা। তাঁদের মিষ্টি রোম‍্যান্সে এখনো বুঁদ হয়ে রয়েছেন নেটিজেনরা।

lrcj466 katrina kaif
এর মাঝেই আরো একটি সুখবর দিলেন ক‍্যাট। বিয়ের এক মাস হওয়ার আগেই এমন সুখবরে উৎফুল্ল অনুরাগীরা। নতুন ছবির কাজ শুরু করছেন অভিনেত্রী। ‘অন্ধাধুন’ পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গে নতুন ছবির ঘোষনা করলেন তিনি। ক‍্যাটরিনার বিপরীতে থাকছেন দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি।

সোশ‍্যাল মিডিয়ায় টিমের সঙ্গে ছবি শেয়ার করে এই সুখবর দিয়েছেন ক‍্যাটরিনা। লিখেছেন, ‘নতুন শুরু। পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গে সেটে ফিরলাম। মেরি ক্রিসমাসের জন‍্য। আমি সবসময়ই শ্রীরাম স‍্যারের সঙ্গে কাজ করতে চেয়েছি। থ্রিলারের বর্ণনার ক্ষেত্রে তিনি অত‍্যন্ত দক্ষ। ওঁর দ্বারা পরিচালিত হতে পেরে আমি ধন‍্য। বিজয় সেতুপতির সঙ্গে কাজ করতে পেরে খুব উত্তেজিত।’

https://www.instagram.com/p/CX5H3xDqeSX/?utm_medium=copy_link

মেরি ক্রিসমাস ছাড়াও সলমন খানের সঙ্গে ‘টাইগার থ্রি’র শুটিং করছেন ক‍্যাটরিনা। ছবিতে তাঁর চরিত্রটি একজন পাকিস্তানি এজেন্ট জোয়ার। এক তদন্তে গিয়ে একে সলমনের প্রেমে পড়ে যান তিনি। সিরিজের তৃতীয় ছবিটি পরিচালনা করছেন মণীশ শর্মা। ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে ইমরান হাশমিকে। এছাড়াও ক‍্যামিও চরিত্রে শাহরুখ খানকেও দেখা যেতে পারে বলে খবর।

টাইগার থ্রি ছাড়াও ক‍্যাটরিনার ঝুলিতে রয়েছে জোয়া আখতারের পরিচালনায় ‘জি লে জারা’। ক‍্যাটের সঙ্গে রয়েছেন আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়া। অপরদিকে শেষবার ভিকিকে দেখা গিয়েছিল সর্দার উধম ছবিতে। পরবর্তীকালে তাঁর ঝুলিতে রয়েছে স‍্যাম বাহাদুর, গোবিন্দা নাম মেরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর