দেখবে আর জ্বলবে! ‘রালিয়া’র বিয়ের পরেই দেখিয়ে দেখিয়ে রোম‍্যান্স ভিকি-ক‍্যাটরিনার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তাঁরা যখন প্রেম করতেন কেউ ঘুণাক্ষরেও টের পাননি। সন্দেহ একটু হলেও হাতেনাতে ধরতে পারেনি কেউই। শেষমেষ গত ডিসেম্বরে রাজকীয় ঢঙে বিয়ে করে এখন সুখী দম্পতি ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক‍্যাটরিনা কাইফ (Katrina Kaif)। রণবীর কাপুর, সলমন খান কারোর সঙ্গে প্রেম পরিণতি পায়নি ক‍্যাটের। তবে ভিকির সঙ্গে তাঁর জুটিটা যেন ‘মেড ফর ইচ আদার’, বলছেন নেটিজেনরা।

বিয়ের পর থেকেই সোশ‍্যাল মিডিয়ায় যুগলে ছবি শেয়ার করেন ক‍্যাটরিনা। আর তা দেখে বুকে আগুন জ্বলে অনুরাগীদের। বিশেষ করে জুটির সাম্প্রতিক ছবি দেখে চোখ কপালে উঠেছে নেটনাগরিকদের। কার্যত জলে আগুন ধরিয়ে দিয়েছেন ভিক‍্যাট জুটি।


যুগলে সুইমিং পুলের জলে ডুব দিয়েছেন দুজনে। সাদা সুইমস‍্যুটে ক‍্যাটরিনা এবং অর্ধনগ্ন শরীরে ভিকি। স্বামীকে দু হাতে জাপটে ধরে ক‍্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী। ক‍্যাপশনে লিখেছেন, ‘আমি ও আমার’। ভাবটা এমন, হিংসেয় ভরা দৃষ্টিগুলোর দিকে সরাসরি তাকিয়ে যেন ঘোষনা করছেন, ভিকি এখন শুধুই তাঁর।

বলিউডের এক্কেবারে নতুন বিবাহিত দম্পতি হলেন রণবীর আলিয়া। যদিও বিয়ের পরে তাঁদের আর দেখা মেলেনি নেটদুনিয়ায়। কাজ নিয়েই ব‍্যস্ত দুজনে। অন‍্যদিকে কাজ সামলেও রোম‍্যান্সটা ঠিক বজায় রেখেছেন ভিকি ক‍্যাটরিনা। ছবি শেয়ার করে প্রাক্তন প্রেমিককেই ‘জ্বলাতে’ চাইলেন ক‍্যাট? উত্তর খুঁজছেন নেটিজেনরা।

https://www.instagram.com/p/CdPgmVttP0s/?igshid=YmMyMTA2M2Y=

সম্প্রতি ভাই বোনেরা মিলে মা সুজানের ৭০ তম জন্মদিন পালন করেছেন ক‍্যাটরিনা। পরিবারের সঙ্গে জন্মদিন সেলিব্রেশনের একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘শুভ ৭০ মাম্মা। সারা জীবন এমন ভাবেই আনন্দ আর সাহসিকতার সঙ্গে জীবন কাটাও। অবশ‍্যই নিজের সন্তানদের সঙ্গে নিয়ে।’

প্রসঙ্গত, আগামীতে বেশ কয়েকটি ছবি হাতে রয়েছে ভিকির। বিয়ের পরেই পরিচালক আদিত‍্য ধরের ‘দ‍্য ইমমর্টাল অশ্বত্থামা’ ও পরিচালক লক্ষ্মণ উটেকরের একটি ছবির শুটিং করছিলেন তিনি। দ্বিতীয় ছবিটির নাম ঠিক হয়নি এখনো। অন‍্যদিকে ক‍্যাটরিনাকে দেখা যাবে মেরি ক্রিসমাস এবং টাইগার থ্রি ছবিতে।

X