গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া: গাজন পশ্চিমবঙ্গের পালিত একটি লোক উৎসব।এই উৎসব শিব,মনসা,নীল ও ধর্মঠাকুরের পুজা কেন্দ্রিক।ধর্মের গাজন সাধারণত বৈশাখ,জ্যেষ্ঠ ও আষাঢ় মাসে পালিত হয়।
কাটোয়া ২নংব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুস্থূলী গ্রামে রয়েছে খেলারাম ঠাকুর।সেখানে শুরু হয়েছে গাজন।খেলারাম ঠাকুরের সেবাইত উত্তম মুখার্জ্জী বলেন,প্রায় ৩০০ বছরের প্রাচীন এই খেলারাম ঠাকুর।তিনি আরও বলেন,খেলারাম ঠাকুরের বাৎসরিক পুজো হল গাজন উৎসব।বুধবার বাবার উত্তরী হবে শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের চাণ্ডুলী গ্রামের শেষে ও মুলগ্রামের আগে বেণীপুকুরের পাড়ে।রাত্রি প্রায় ১১টার সময় ঠাকুর ঘরে আসবে।বৃহস্পতিবার বাবাকে দাঁইহাটের গঙ্গারঘাটে গঙ্গাস্নান করাতে নিয়ে যাওয়া হয়।শুক্রবার খেলারাম ঠাকুরে ঘোড়ানাশ, মুস্থূলী,আমডাঙ্গা ও একডেলা গ্রামের বাড়ি বাড়ি পুজো হয়।রাত্রিতে বাবার পুজো হয় এবং সন্ন্যাসীদের বাণফোঁড়ানো হয়।নীল পুজোও হয়। তারপর বাবার মাথায় ভক্তিদের ফুল চাপানো হয়।ফুল পড়লে ভক্তিরা জলযোগ করে।রবিবারদিন উত্তরীয় খোলা হয়।এবারে প্রায় ২০০ অধিক সন্ন্যাসী হয়েছে।মানসিক ব্যাধী ও মনস্কামনা পূরণের জন্য ভক্তদের আগমন ঘটে।
এইভাবে খেলারাম ঠাকুরের গাজন উৎসব চলে আসছে প্রাচীন কাল থেকে।গ্রামবাসীরা এই কদিন গাজন উৎসবে মাতোয়ারা।