বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই গরমের (Summer) তীব্র দাপটে রীতিমতো কাহিল হয়ে পড়েছেন সকলেই। মাঝেমধ্যে বৃষ্টি পরিস্থিতি কিছুটা সামাল দিলেও তাপমাত্রার প্রভাব বহাল থাকছেই। এমতাবস্থায়, গ্রীষ্মের মরশুমে আমরা যেমন প্রভাবিত হই ঠিক তেমনি যানবাহনের (Vehicles) ওপরেও প্রভাব পড়ে। শুধু তাই নয়, আপনি যদি গ্রীষ্মকালে নিয়মিত গাড়ি চালান সেক্ষেত্রে আপনার কাছে অবশ্যই একটি ডিভাইস থাকা খুবই গুরুত্বপূর্ণ।
কারণ, ওই ডিভাইসটি না থাকলে গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে আপনি যেকোনো মুহূর্তে সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই, আগে থেকেই সতর্ক হয়ে যাওয়া প্রয়োজন। মূলত, আমরা যে ডিভাইসটির বিষয়ে জানাচ্ছি সেটির নাম হল টায়ার ইনফ্লেটার (Tyre Inflator)। এটির সাহায্যে, আপনি আপনার গাড়ির টায়ারে বাতাস পূরণ করতে পারেন। উল্লেখ্য যে, গ্রীষ্মের মরশুমে প্রায়শই গাড়ির টায়ারের বাতাসের তারতম্য ঘটে। তবে, এই ডিভাইসের ব্যবহারের ফলে আপনি আপনার গাড়ির ইঞ্জিন এবং টায়ার উভয়েরই ক্ষতি এড়াতে পারবেন।
টায়ার ইনফ্লেটার আসলে কি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টায়ার ইনফ্লেটার হল এমন একটি ডিভাইস যা গাড়ির টায়ারে বাতাস ভরার কাজে ব্যবহৃত হয়। এটি একটি পোর্টেবল ডিভাইস। যা সাধারণত ১২ ভোল্টের ব্যাটারিতে চলে। এই যন্ত্রটি টায়ারে থাকা বাতাসের চাপ পরিমাপ করে এবং তারপর সেই অনুযায়ী টায়ারে বাতাস পূরণ করে। যেহেতু গ্রীষ্মকালে টায়ারে প্রায়ই কম বাতাস থাকে তাই, অনেক্ষেত্রেই গাড়ির ইঞ্জিনে চাপ পড়তে থাকে। টায়ার ইনফ্লেটার এই সমস্যা সমাধানে সাহায্য করে।
পাশাপাশি, এই মেশিনের সুবিধা হল যদি টায়ার পাংচার হয়ে যায় বা বাতাস কোনো কারণে পুরোপুরি বেরিয়ে যায় সেক্ষেত্রে আপনি টায়ার ইনফ্লেটর দিয়ে বাতাস পূরণ করে মেকানিকের কাছে যেতে পারবেন। সর্বোপরি, আপনি গাড়িতে উপলব্ধ 12V চার্জিং সকেটের মাধ্যমে এটি ব্যবহার করতে পারবেন। তবে, কিছু ইনফ্লেটারে তাদের নিজস্ব ব্যাটারি থাকে। সাইকেল বা মোটর সাইকেলের টায়ার ছাড়াও আপনি এর মাধ্যমে ফুটবলের মতো জিনিসগুলিতেও বাতাস দিতে পারেন।
দাম খুব একটা বেশি নয়: উল্লেখ্য যে, আপনি খুব সহজেই টায়ার ইনফ্লেটার অনলাইন বা অফলাইনে কিনতে পারেন। একটু বেশি দামের যন্ত্রগুলি কিনলে সেগুলি ভালো মানের হয় এবং বেশি সময় পর্যন্ত ব্যবহার করা যায়। এমতাবস্থায়, তাদের দাম ২,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত হয়।