চাপে পড়লেন কেজরিওয়াল, ১৩০০০ কোটি দাও নাহলে শুরু করব হরতাল- হুঁশিয়ারি সাফাইকর্মীদের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্রের পেশ করা কৃষি বিলের প্রতিবাদে কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মোদী সরকাররে বিরোধীতায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। কৃষকদের সমর্থনে আম আদমি পার্টি এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর গোটা মন্ত্রীসভা নিয়েই কৃষকদের সঙ্গে দেখা করতে এসেছিলেন।

একদিকে দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল চোখ বন্ধ করে কৃষকদের সমর্থন করে চলেছেন, অন্যদিকে দিল্লীতে তাঁরই বাড়ির সামনে ধর্নায় বসলেন পৌরসভার কাউন্সিলররা। তাদের দাবি, আগে তাদের পাওনা ১৩ হাজার কোটি টাকার বকেয়া মিটিয়ে দিতেই হবে। কিন্তু মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সেদিকে দৃষ্টিপাত না করেই মুখ ঘুরিয়ে কৃষকদের সমর্থন করতে চলে গেলেন।

মুখ্যমন্ত্রীর কাছে বকেয়া অর্থ চাইতে এসে এভাবে অপমানিত হয়ে তারা সেখানেই ধর্নায় বসে পড়েন এবং বলেন তাদের অর্থ মিটিয়ে না দিলে তারা সেখান থেকে নড়বেন না।

কেজরিওয়াল সরকারের বাড়ির সামনে ধর্নার দৃশ্য ক্যামেরা বন্দী করে স্যোশাল মিডিয়ায় ভাইরাল করে দেয় বিজেপির সদস্যরা। সেই সঙ্গে লেখা হয়, ‘মুখ্যমন্ত্রী কেজরিওয়াল দিল্লী পৌর কর্পোরেশনের কর্মীদের বকেয়া ১৩ হাজার কোটি টাকা মিটিয়ে দিচ্ছেন না। সেই কারণে তিনটি কর্পোরেশনের কাউন্সিলরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসেছেন’।

অন্য একটি ভিডিও পোস্ট করে ট্যুইটারে লেখা হয়, ‘মুখ্যমন্ত্রী কেজরিওয়াল নিজেরটা না দেখে অন্যকে দোষ দিয়ে চলেছেন। মুখ্যমন্ত্রীর লজিত হওয়া উচিত, তাদের প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়া উচিত’।

অপর একটি ট্যুইটে লেখা হয়, ‘দলীয় রাজনীতির উর্দ্ধে উঠে কেজরিওয়াল সরকারের উচিত তাদের সমস্ত বকেয়া অর্থ অর্থাৎ দিল্লীর উন্নয়ন ও জনসেবার জন্য কর্পোরেশনের ১৩ হাজার কোটি টাকার বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া উচিত’।

X