কারা ভর্তি হতে পারে না কেন্দ্রীয় বিদ্যালয়ে? রয়েছে সুনির্দিষ্ট নিয়ম, আবেদন করার আগে অবশ্যই জানুন

বাংলাহান্ট ডেস্ক : ভারতের কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে (Kendriya Vidyalaya) প্রথম শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। যারা সন্তানদের কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করানোর পরিকল্পনা করছেন তারা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন কেন্দ্রীয় বিদ্যালয় (Kendriya Vidyalaya) সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট kvsangathan.nic.in-এ। তবে ভারতের এই কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে রয়েছে সুনির্দিষ্ট নিয়ম। সবাই কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পায় না কেন্দ্রীয় বিদ্যালয়ে। আবার কিছু কিছু ক্ষেত্রে ভর্তির ব্যাপারে দেওয়া হয় অগ্রাধিকার।

কেন্দ্রীয় বিদ্যালয়ে (Kendriya Vidyalaya) ভর্তি সম্পর্কিত বিস্তারিত আলোচনা

কেভিএস-এ ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিক বিভাগ: কেন্দ্রীয় সরকারের বদলি-যোগ্য কর্মীদের সন্তানরা অন্তর্ভুক্ত প্রথম বিভাগে। দ্বিতীয় বিভাগে রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীন স্বায়ত্তশাসিত সংস্থা/পাবলিক সেক্টর ইউনিটে কর্মরত কর্মীদের সন্তানরা। রাজ্য সরকারের বদলি-যোগ্য কর্মীদের সন্তানদের জন্য তৃতীয় বিভাগ ও রাজ্য সরকারের স্বায়ত্তশাসিত সংস্থা/উপস্থিত সংস্থার কর্মীদের সন্তানদের জন্য রয়েছে চতুর্থ বিভাগ। অন্যান্য বেসরকারি সংস্থার কর্মী বা স্ব-নিযুক্ত ব্যক্তিদের সন্তানদের জন্য রয়েছে পঞ্চম বিভাগ।

আরও পড়ুন : আত্মহত্যায় শীর্ষে কলকাতা মেট্রো! অবাক করা পরিসংখ্যান দিলেন রেলমন্ত্রী

এই বিভাগগুলির মধ্যে যদি আপনার সন্তান না থাকে বা আসন ভর্তি হয়ে যায় তাহলে তাকে কেন্দ্রীয় বিদ্যালয়ে (Kendriya Vidyalaya) ভর্তি করাতে পারবেন না। কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয় প্রথম বিভাগের প্রার্থীদের। আসন খালি থাকার ভিত্তিতেই শুধুমাত্র পঞ্চম বিভাগের প্রার্থীদের অ্যাডমিশন মঞ্জুর হয় কেন্দ্রীয় বিদ্যালয়ে।

আরও পড়ুন : থরথর করে কাঁপবে শত্রুরা! এবার দেশের প্রত্যেক জওয়ানের মাথার ওপরে থাকবে ভয়ঙ্কর “ব্রহ্মাস্ত্র”

ভারতের (India) আরটিই RTE (Right to Education) আইন অনুযায়ী, কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রথম শ্রেণির ২৫% আসন সংরক্ষিত থাকে SC/ST/EWS/BPL/OBC-NCL এবং বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী শিশুদের জন্য। পাশাপাশি নবম বা একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরা কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি হতে পারে না।

kendriya vidyalaya admission process

কেন্দ্রীয় বিদ্যালয়ে (Kendriya Vidyalaya) প্রতি শ্রেণিতে গড়ে ৪০ টি করে আসন থাকে। অগ্রাধিকারপ্রাপ্ত শিশুদের দ্বারা আসন ভর্তি হয়ে গেলে অন্যান্য আবেদনকারীরা আবেদনের সুযোগ পায় না। আবেদনের ক্ষেত্রে ৩১ মার্চের মধ্যে সর্বনিম্ন ৫ বছর এবং সর্বাধিক ৭ বছর বয়সীরা ভর্তির সুযোগ পাবে। প্রতিবন্ধী শিশুদের জন্য বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে রয়েছে ২ বছরের ছাড়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর