মোদী ক্যাবিনেটে বিদ্রোহ? ‘পদ চাই না … নিষ্কৃতি দেওয়া হোক’, শপথের পরেই বোমা ফাটালেন BJP সাংসদ

বাংলা হান্ট ডেস্কঃ একটানা তৃতীয়বার! রবিবার রাষ্ট্রপতি ভবনে দাঁড়িয়ে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গেই NDA মন্ত্রীসভার সদস্যরাও (Narendra Modi 3.0 Cabinet) গতকাল শপথ নেন। সব মিলিয়ে, মোদী সহ মোট ৭২ জন এদিন শপথ গ্রহণ করেন। আর তারপরেই পদ থেকে নিষ্কৃতি চাইছেন BJP সাংসদ সুরেশ গোপী (Suresh Gopi)।

কেরলের (Kerala) এই নেতার দাবি, তাঁর এই পদ চাই না। শুধুমাত্র একজন সাংসদ (MP) হিসেবে তিনি ত্রিচূরের মানুষের জন্য কাজ করতে চান। শীঘ্রই এই পদ থেকে তাঁকে নিষ্কৃতি দেওয়া হোক বলেও জানিয়েছেন সুরেশ। আর তারপরেই শুরু হয়েছে চর্চা। তাহলে কি শপথের পরেই মোদী ৩.০ ক্যাবিনেটে বাজতে শুরু করেছে বিদ্রোহের সুর? শুরু হয়েছে সেই চর্চা।

আরও পড়ুনঃ অ্যাকাউন্টে ঢুকবে ২০০০ টাকা! তৃতীয়বার প্রধানমন্ত্রী হতেই কৃষকদের পক্ষে বিরাট সিদ্ধান্ত মোদীর

সুরেশ বলেন, ‘সাংসদ হিসেবে কাজ করাই আমার লক্ষ্য। আমি কিছু চাইনি। আমি বলে দিয়েছি যে আমার কোনও পদ চাই না। শিগগির আমায় এই পদ থেকে নিষ্কৃতি দেওয়া হোক। ত্রিচূরের ভোটারদের কোনও অসুবিধা হবে না। কারণ তাঁরা জানেন, একজন সাংসদ হিসেবে আমি ওদের জন্যই কাজ করব। সেই সঙ্গেই আমায় আমার সিনেমার কাজও করতে হবে’।

কেরলের এই BJP নেতা একজন রাজনীতিক হওয়ার পাশাপাশি অভিনেতা, প্লেব্যাক গায়ক এবং টিভি সঞ্চালকও। ওয়াকিবহাল মহলের অনুমান, মন্ত্রিত্ব পেলে যে বাড়তি দায়িত্ব আসবে সেটা সামলাতে গেলে অভিনয় থেকে দূরে সরে যেতে হতে পারে। সেই ভাবনা থেকেই সুরেশ মন্ত্রিত্ব চাই না বলছেন বলে মনে করা হচ্ছে।

Suresh Gopi BJP MP

উল্লেখ্য, সুরেশের পাশাপাশি কেরল থেকে আরও একজন সাংসদ মোদী ৩.০ ক্যাবিনেটে স্থান করে নিয়েছেন। ২০২৪ লোকসভা ভোটে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী CPI-এর সুনীল কুমারকে প্রায় ৭৪,০০০ ভোটে পরাজিত করেছেন সুরেশ। তবে এবার তিনি জানিয়ে দিলেন, শুধুমাত্র সাংসদ হিসেবেই থাকতে চান তিনি। মন্ত্রীত্বের দায়িত্ব থেকে নিষ্কৃতি চেয়েছেন এই BJP নেতা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর