বাংলাহান্ট ডেস্ক : কথায় আছে “রাখে হরি, মারে কে!” যদি আপনার ভাগ্য চায় তাহলে সে আপনাকে জীবনের শেষ মুহূর্ত থেকেও বাঁচিয়ে আনতে পারে। এইসব কথা অনেকে বিশ্বাস করেন না। কিন্তু আমাদের জীবনে এমন অনেক কিছুই ঘটে, যার কোন নির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায় না। সাহিত্যের ভাষায় একই হয়ত বলে “গল্প হলেও সত্যি!” কেরালার (Kerala) কোল্লামের (Kollam) মাছ বিক্রেতা পুকুঞ্জুর (Pookunju) এর সাথে সম্প্রতি এমনই এক অবাক করে দেওয়া ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, ব্যাংক থেকে বাড়ি নিলামের নোটিশ আসার ৩ ঘন্টার মধ্যেই পুকুঞ্জু লটারিতে জিতলেন ৭০ লাখ টাকা! এই বিপুল পরিমাণ টাকা দিয়ে তার ভিটে মাটি যেমন রক্ষা হবে, তেমনি ভবিষ্যতের জন্য তিনি সঞ্জয়ও করতে পারবেন। মাছ বিক্রেতা পুকুঞ্জু কেলরালার ময়নাগাপ্পল্লীর এদাভানাসেরির বাসিন্দা। লটারি কাটার নেশা তার কোনদিনই ছিল না। সৎ পথে মাছ বিক্রির টাকায় ব্যাংক থেকে ৯ লক্ষ টাকা লোন নিয়ে তৈরি করেছিলেন একটি বাড়ি।
কিন্তু লকডাউন ও ব্যবসায় আর্থিক মন্দার জন্য ব্যাংকের ঋণ তিনি শোধ করতে পারছিলেন না। বর্তমানে সুদে আসলে তার ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ১২ লক্ষ টাকায়। ব্যাংকের তরফ্ থেকে পুকুঞ্জুকে নোটিশ পাঠানো হয় যে ঋণ শোধ করতে না পারার জন্য তার বাড়ি নিলাম করে দেওয়া হবে। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পুকুঞ্জু কোথায় যাবেন তা ভেবে উঠতে পারছিলেন না।
এমন সময়ে ঘটে মিরাকেল। পুকুঞ্জু খবর পান কিছুদিন আগে তিনি যে লটারি কেটেছিলেন তাতেই ৭০ লক্ষ টাকা জিতেছেন। অবিশ্বাস্য হলেও এই ঘটনাটা যে সত্যি তা বুঝতে কিছুটা সময় লাগে খোদ পুকুঞ্জুরও।পুকুঞ্জুর এই অবাক করে দেওয়া ভাগ্য পরিবর্তনে বিস্মিত তার পাড়া – প্রতিবেশী থেকে বন্ধুরাও।