বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) সুযোগ পাওয়া কতটা কঠিন। তার চেয়েও বেশি কঠিন হলো ভারতীয় দলের সুযোগ পেয়ে নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করা। ভারতীয় উপমহাদেশে প্রতিভার কোন অভাব নেই এবং ক্রিকেটের ক্ষেত্রে জোগান এবং প্রয়োজনের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাই বহু ক্রিকেটারই এমন আছেন যারা দেশের জার্সি গায়ে চাপানোর সুযোগ না পেয়ে অন্য দেশে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন ক্রিকেটের মঞ্চে।
আজকের এই প্রতিবেদনে আমরা এমনই এক ক্রিকেটারের কথা আলোচনা করতে চলেছি। তিনি ভারতীয় বংশোদ্ভূত হলেও ভারতে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সুযোগ পাননি। কারণ তার জন্মই হয়েছে দক্ষিণ আফ্রিকার ডারবানে। প্রোটিয়া শিবিরের তিন ফরমেট এই বহু ম্যাচ খেলেছেন এই তারকা। এখন বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা দলে নিজেকে আবার প্রতিষ্ঠিত করার চেষ্টায় রয়েছেন তিনি। এই তারকা আর কেউ নন, তিনি হলেন ৩৩ বছর বয়সী স্পিনার কেশব মহারাজ (Keshav Maharaj)।
তার জন্মের আগে তার পূর্বপুরুষরা ভারতেই বসবাস করতেন। উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে তারা দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন কাজের জন্য। ওখানে বসবাস করলেও ভারতীয় সংস্কৃতিকে তারা ভুলে যাননি এবং কেশব মহারাজের আচরণের মধ্যেও সেই ছাপ স্পষ্ট। তিনি ভারতীয় মন্দির ও হিন্দু ধর্মের বিভিন্ন উপাচারের অত্যন্ত বড় ভক্ত।
আরও পড়ুন: কোহলিকে সেরা ভারতীয় ব্যাটার মানছেন না সেওবাগ! BCCI-কে খুঁজে দিলেন আসল তারকা
কিন্তু সমস্যার বিষয় হলো যে গত মার্চ মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার সময় তিনি চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ২২ গজ থেকে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে তার সুস্থ হয়ে উঠতে প্রায় এক বছর লেগে যাবে। কিন্তু সৌভাগ্যবশত তার আগেই তিনি প্রায় সুস্থ হয়ে উঠেছেন এবং দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে নামতে প্রস্তুত।
আরও পড়ুন: আচমকাই ভারতীয় দলে ধোনির পরিবর্ত খুঁজে পেলো BCCI! রেকর্ড দেখলে মাথা ঘোরাবে
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা যে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে তার স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে কেশবকে। সেখানেই প্রমাণ হয়ে যাবে যে তিনি সুস্থ হয়ে উঠলেও বিশ্বকাপের মতো বড় মঞ্চে মাঠে নামার জন্য প্রস্তুত আছেন কিনা। এসে জার্সিতে ২৭ টি ওডিআই ম্যাচ খেলে তিনি ২৯ টি উইকেট নিয়েছেন। মূলত টেস্ট ফরম্যাটেই তিনি সফল। কিন্তু ভারতের মাটিতে বিশ্বকাপের জন্য কার্যকরী অস্ত্র হয়ে উঠতে পারেন তিনি।