আচমকাই ভারতীয় দলে ধোনির পরিবর্ত খুঁজে পেলো BCCI! রেকর্ড দেখলে মাথা ঘোরাবে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অপেক্ষা আর মাত্র পাঁচ সপ্তাহের। তারপরেই দেশের মাটিতে আরও একবার বিশ্বকাপ (2023 ODI World Cup) খেলতে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। শেষবার যখন ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ (2011 ODI World Cup) আয়োজিত হয়েছিল, তখন মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নেতৃত্বে কাপ তুলেছিল ‘মেন ইন ব্লুজ’। কেটে গিয়েছিল ২৮ বছরের খরা। এবার কি রোহিত শর্মারা তেমনটা করতে পারবেন?

ধোনির অভাব:
নিন্দুকরা যতই বলুক যে ২০১১ বিশ্বকাপ ভারতীয় দল জিতেছে কারণ সেই সময় দলে ছিলেন অভিজ্ঞ সচিন, জাহির, নেহেরা, সেওবাগ। তার পাশাপাশি নিজেদের জীবনের সেরা ছন্দে ছিলেন গৌতম গম্ভীর, যুবরাজ সিং, সুরেশ রায়নারা। কিছু কিছু ক্রিকেট প্রেমে আজও মনে করেন যে ওই জয়ের সম্ভাবনা হয়েছিল ধোনির অধিনায়কত্বের কারণে। ব্যাট হাতে তিনি ফাইনালে যে ইনিংসটি খেলেছিলেন তা চিরকাল ভারতবর্ষের ক্রিকেটারদের খেলা সেরা ইনিংসগুলির মধ্যে শ্রেষ্ঠ একটি বলে গণ্য হবে। কিন্তু এবার ভারতীয় দলে এমন কেউ কি আছেন যে একই কাজটা করতে পারবেন।

ধোনির পরিবর্ত…..:
এবার পরিসংখ্যানের ভিত্তিতে এমন এক তারকার সন্ধান পাওয়া যাচ্ছে যিনি সেই একই কাজটি করতে পারবেন এবং আরও মারাত্মক হয়ে উঠতে পারবেন আসন্ন বিশ্বকাপে। সেই তারকা আর কেউ নন তিনি হলেন চোট সারিয়ে ফেরা লোকেশ রাহুল। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে যাকে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে উইকেটরক্ষকের ভূমিকাতেও দেখা যেতে পারে।

আরও পড়ুন: কোহলিকে সেরা ভারতীয় ব্যাটার মানছেন না সেওবাগ! BCCI-কে খুঁজে দিলেন আসল তারকা

kl vs aus

রাহুলের কেরামতি:
অনেকেই হয়তো তার নামটি প্রতিবেদনে দেখে আশ্চর্য হয়ে উঠছেন। কারণ সাম্প্রতিক সময়ে তিনি খুব একটা ভালো ছন্দ ছিলেন না। কিন্তু তাই বলে পরিসংখ্যানকে অগ্রাহ্য করার কোনও উপায় নেই। চোট পাওয়ার আগে তিনি নিজের সেরা ছন্দে ছিলেন না, সেটা ঠিক। কিন্তু তার মধ্যেও নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি করে ম্যাচ জিতানো হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। আর দুটি ইনিংসে তিনি খেলেছিলেন মিডল অর্ডারে ব্যাটিং করে। ওডিআই ফরম‍্যাটে উইকেটরক্ষক হিসাবে তিনি যখন যখন মাঝের ওভারগুলিতে ব্যাটিং করেছেন তখন তখন তার পরিসংখ্যান রীতি মতন নজরকাড়া। বিষয়টি আপনাদের সামনে আরো স্পষ্ট করে তোলার জন্য আমরা তার পরিসংখ্যান আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরছি।

আরও পড়ুন: প্রতিভার মর্যাদা পাননি BCCI-এর কাছে! এবার নিউজিল্যান্ডের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন এই তারকা

লোকেশ রাহুলের মিডল অর্ডারে ব্যাটিংয়ের পরিসংখ্যান:
● ইনিংস: ১৮
● রানসংখ্যা: ৭৭৯
● গড়: ৫৫.৬৪
● স্ট্রাইক রেট: ৯৭.৬১
● অর্ধশতরান: ৭
● শতরান: ১

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর