মাত্র ২ সপ্তাহে দেখল ৮ লক্ষ দর্শক, ১৫ দিনে ১২ কোটি তুলে বাংলা ছবিতে নয়া ইতিহাস ‘খাদান’এর

বাংলাহান্ট ডেস্ক : ২০২৪ ভরা বাজার নিয়ে শেষ করেছিল টলিউড। ২০২৫ এর শুরুতেও বজায় রইল রেশ। বড়দিনের আবহে মুক্তি পাওয়া চার চারটি ছবিই চুটিয়ে ব্যবসা করছে বক্স অফিসে। আর বলা বাহুল্য, সবার প্রথমে রয়েছে দেবের ‘খাদান’ (Khadaan)। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ছবিটি। ১৫ দিন পর খাদান (Khadaan) এর বক্স অফিস সংগ্রহ দেখেও চোখ কপালে ওঠার জোগাড় সকলের।

দু সপ্তাহে নতুন রেকর্ড গড়ল খাদান (Khadaan)

বাংলা ছবির জগতে নিঃসন্দেহে একটা মাইলফলক তৈরি করেছে খাদান (Khadaan)। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারসের তরফে প্রকাশ করা বক্স অফিস কালেকশন বলছে, মাত্র ১৫ দিনে ১২ কোটি ৩০ লক্ষ টাকা আয় করেছে খাদান। শুধু তাই নয়, মাত্র ১৫ দিনে ৮.১ লক্ষ দর্শক দেখে ফেলেছেন ছবিটি। এর মধ্যে প্রথম সপ্তাহে সাড়ে ৩ লক্ষ এবং দ্বিতীয় সপ্তাহে ৪ লক্ষ ৬০ হাজার দর্শক দেখেছেন খাদান (Khadaan)।

Khadaan collected more than 12 crore in 15 days

জাতীয় মাল্টিপ্লেক্স চেনে আয় কত: অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের তরফে জাতীয় মাল্টিপ্লেক্স চেনের আয়ের অঙ্কও জানানো হয়েছে। সেখানেও লিড করছে খাদান (Khadaan)। ২৭ শে ডিসেম্বর থেকে ২ রা জানুয়ারির মধ্যে ৮৯.৮৯ লক্ষ টাকা আয় করে সবার প্রথমে রয়েছে দেবের ছবি। তারপরেই দ্বিতীয় স্থানে ৪৮.৬৮ লক্ষ টাকা আয় নিয়ে রয়েছে ‘সন্তান’। তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে ১৬.৫৮ লক্ষ এবং ৭.৪৭ লক্ষ টাকা নিয়ে রয়েছে চালচিত্র এবং ৫ নম্বর স্বপ্নময় লেন।

আরো পড়ুন : দেখতেই লক্ষ্মী লক্ষ্মী, আসলে মোটেই শান্ত নন, ‘বেআইনি কাজ করেছি’, বিষ্ফোরক শোলাঙ্কি!

বাকিরা কে কোথায়: জানলে অবাক হবেন, এত দিন পরেও বহুরূপী ব্যবসা করে চলেছে। জাতীয় মাল্টিপ্লেক্স চেনে ১.৬৩ লক্ষ টাকার ব্যবসা করেছে এই ছবি। সবার শেষে ৬৯,৫৭৯ টাকা আয় নিয়ে জায়গা পেয়েছে ‘পুতুল’। অর্থাৎ বক্স অফিসের অঙ্কই বলে দিচ্ছে, জমিয়ে ব্যবসা করছে খাদান (Khadaan)।

আরো পড়ুন : ভারতের খরচে এদেশেই বাংলাদেশি বিচারকদের ট্রেনিং! তারপরেই যা করল ইউনূস সরকার….

প্রসঙ্গত, বড়দিন উপলক্ষে একই দিনে মুক্তি পেয়েছিল খাদান, সন্তান, চালচিত্র এবং ৫ নম্বর স্বপ্নময় লেন চারটি ছবি। সবকটি ছবিই মন কেড়েছে দর্শকদের। চারটি ছবিই ব্যবসাও ভালো করেছে। তবে খাদানের সাফল্যের সামনে বাকিরা যে কিছুটা হলেও ফিকে হয়েছে তা স্বীকার করবেন সকলেই।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর