বয়সে ছোট হলে কী হবে, একাই একশো! কপিল শর্মা শোয়ের ‘খেজুর’এর পারিশ্রমিক লক্ষাধিক টাকার বেশি

বাংলাহান্ট ডেস্ক: হাসতে কে না ভালবাসে? উপরন্তু সাম্প্রতিক সময়ে অতিমারির প্রকোপে একের পর এক খারাপ খবর শুনতে শুনতে মানুষ যেন হাসতেই ভুলে গিয়েছে। আর এই কঠিন সময়েই আরো কঠিন কাজটা নিজের কাঁধে তুলে নিয়েছেন কপিল শর্মা (kapil sharma show), মানুষকে হাসানোর কাজ। ‘দ‍্য কপিল শর্মা শো’ তাঁর বিচিত্র মন্তব‍্য ও দাবিদাওয়া শুনে মুখে হাসি ফোটে না এমন মানুষ হয়তো খুব বিরল। শোতে কপিল ছাড়াও রয়েছেন আরো নামজাদা কমেডিয়ান অভিনেতারা। এদের মধ‍্যেই একজন হলেন ‘খেজুর’ (khajur)।

বছরের পর বছর ধরে কপিলের শো এত জনপ্রিয়তা অর্জন করেছে যে বলিউডের প্রথম সারির তারকারাও এই শোতে নিজেদের ছবির প্রচার করতে আসেন। তাঁদের মনোরঞ্জনের দায়িত্ব থাকে কপিল সহ অন‍্যান‍্য অভিনেতাদের উপরে। এই তালিকাতেই রয়েছেন ‘খেজুর’। হ‍্যাঁ, এই নামেই কপিলের শোতে জনপ্রিয় তিনি। তবে তাঁর আসল নাম কার্তিকেয়।

Untitled design 45
খুব কম বয়সেই বিপুল সফলতা পেয়েছেন এই শিশু শিল্পী। শোতে চন্দু চাওয়ালার ছেলের চরিত্রে  অভিনয় করেন তিনি। বেশিরভাগ সময়েই স্কুল ইউনিফর্মে দেখা মেলে তাঁর। শো তে নানান কাণ্ডকারখানা করে দর্শকদের আনন্দ দেয় খেজুর ওরফে কার্তিকেয়। তাঁর ভাবভঙ্গি দেখে পেটে খিল ধরার জোগাড় হয় সকলের।

কপিলের শো তে এসে অনেক মজার মজার দাবিও করে এই খেজুর। একবার যেমন কার্তিকেয় ওরফে খেজুর অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে নিজের মা ও অভিনেতা অভিষেক বচ্চনকে তাঁর বাবা বলে পরিচয় দিয়েছিলেন তিনি। তাঁর কথাকে সমর্থন করে ঐশ্বর্যও কার্তিকেয়কে তাঁর ছেলে বলে মেনে নেন।

কপিল শর্মা শোয়ের অন‍্যান‍্য অভিনেতাদের থেকে বয়সে অনেকটাই ছোট কার্তিকেয় ওরফে খেজুর। কিন্তু অভিনয় দক্ষতায় কারোর থেকে কম নন তিনি। আর এই প্রতিভার যথাযথ মূল‍্যও দিয়েছেন কপিল। বেশ বড় অঙ্কেরই পারিশ্রমিক পান কার্তিকেয়। সূত্রের খবর মানলে, কপিল শর্মার শোয়ের এক একটি পর্বের জন‍্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা পারিশ্রমিক পান কার্তিকেয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর