‘অস্ত্র মজুদ রয়েছে, পুলিশের উপর হামলা করুন’, আন্দোলনরত কৃষকদের বার্তা পান্নুনের

বাংলা হান্ট ডেস্ক : ফসলের ন্যায্য সহায়ক মূল্য সহ একাধিক দাবি নিয়ে সুর চড়িয়েছে দেশের কৃষক সংগঠন। গত কয়েকদিন ধরেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে পাঞ্জাব-হরিয়ানা সীমানা। পুলিশ (Police) এবং বিক্ষোভকারীদের এই দ্বন্দ্বে উত্তাল হয়ে রয়েছে শম্ভু সীমানা। যদিও এখনও সীমানা পার করতে সফল হয়নি তারা। লাগাতার তাদের সঙ্গে বৈঠক চাইছে কেন্দ্র।

সূত্রের খবর, রবিবার ফের একবার বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক চাইছে কেন্দ্র সরকার (Central Government)। তবে সেই বৈঠকের আগেই ফের একবার মাথা চাড়া দিয়ে উঠল আন্দোলনকারীরা। খলিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিসের নেতা গুরুপতবন্ত সিংহ পান্নুনের (Gurpatwant Singh Pannun) ইন্ধনেই এইসব ঘটছে বলে খবর। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি পঞ্জাব-হরিয়ানা পুলিশের উপর হামলা করার জন্য অস্ত্র সরবরাহের কথা বলছেন তিনি। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘কর্তারপুর সীমান্তে অস্ত্র রাখা আছে। সেই অস্ত্র নিয়ে পুলিশদের উপর হামলা করুন। আপনাদের দাবি পূরণের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করুন।’’

আরও পড়ুন : এ কী কাণ্ড! সিনেমা ছেড়ে পুলিশের পরীক্ষায় বসলেন সানি লিওনি! ভাইরাল অ্যাডমিট কার্ডের ছব

pannun

পান্নুনের এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। আরও বেশি আঁটোসাঁটো করা হচ্ছে পুলিশ পাহারা। অন্যদিকে ভারতীয় গোয়ান্দা সংস্থাগুলি জানাচ্ছে, এইসব উস্কানিমূলক কথাবার্তা বলে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে পান্নুন। তবে এদের দমন করার মত ক্ষমতা পুলিশ প্রশাসনের রয়েছে।

আরও পড়ুন : কংগ্রেসের ঘরে ভূমিকম্প! কমলনাথের পর মনীশ, বিজেপি-তে পা বাড়াচ্ছেন সাংসদ

kisan sixteen nine

এদিকে আন্দোলন প্রসঙ্গে সরকারের তরফে বলা হয়েছে, ‘‘আন্দোলন করার অধিকার কৃষকদের রয়েছে। তারা নিরীহ। কৃষকেরা কখনওই এসএফজে-র কথা শুনবেন না। কেন্দ্র সরকার কৃষকদের সমস্ত সমস্যা সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনা চলছে।’’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর