জিলিপি নয়, ঋতুপর্ণা অমৃতির মতো প‍্যাঁচালো! বিতর্কের মুখে পড়ে ক্ষমা চাইলেন খরাজ

বাংলাহান্ট ডেস্ক: ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) অমৃতির মতো প‍্যাঁচালো বলে ফেঁসেছিলেন অভিনেতা খরাজ মুখোপাধ‍্যায় (Kharaj Mukherjee)। ‘বেলাশুরু’র প্রচারের সময়ে ছবির অভিনেতা অভিনেত্রীদের বিভিন্ন মিষ্টির সঙ্গে তুলনা করতে গিয়েই এই বিপত্তি। ঋতুপর্ণাকে বেশি প‍্যাঁচালো অমৃতির সঙ্গে তুলনা করেই  বিতর্কের সূচনা করেছিলেন খরাজ।

‘বেলাশেষে’র পর ‘বেলাশুরু’ ছবিতেও অভিনয় করেছেন খরাজ। ছবির প্রযোজনা সংস্থা উইন্ডোজ প্রোডাকশনসের তরফে প্রচারের অংশ হিসাবে একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে ছবির অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে এক একটি মিষ্টির তুলনা করেন খরাজ।

81184849
ঋতুপর্ণার সম্পর্কে বলতে গিয়ে প্রথমে তাঁকে জিলিপির সঙ্গে তুলনা করেছিলেন খরাজ। পরক্ষণেই ভুল শুধরে তিনি বলেন, জিলিপিতে কম প‍্যাঁচ থাকে। ঋতুপর্ণা হলেন অমৃতি। খরাজের মন্তব‍্য বিতর্কিত রূপ ধারণ করতে বেশি সময় নেয়নি। এমনকি অভিনেত্রীকে নিয়েও নানান কথা ওঠে। মাস খানেক ধরেই তো বিতর্কের কেন্দ্রে রয়েছেন ঋতুপর্ণা।

এরপরেই নিজের মন্তব‍্যটি ব‍্যাখ‍্যা করে একটি ভিডিও বার্তা দেন খরাজ। তিনি বলেন, ঠাট্টার ছলেই বিভিন্ন শিল্পীদের বিভিন্ন মিষ্টির সঙ্গে তুলনা করছিলেন। যেমন তাঁর গায়ের রঙ কালো হলে কেউ যদি তাঁকে কালোজামের সঙ্গে তুলনা করতেন, বা সবজির তুলনা করলে কেউ যদি বলতেন খরাজ কুমড়োর মতো, ঠিক সেভাবেই বলেছেন তিনিও।

এরপরেই ঋতুপর্ণাকে অমৃতির সঙ্গে তুলনা করার কারণ জানান অভিনেতা। তাঁর বক্তব‍্য, ঋতুপর্ণা খুবই ব‍্যস্ত অভিনেত্রী। তিনি কখন কী করবেন তা কেউ বলতে পারে না। যেমন কোনোদিন হয়তো তাঁর তাড়াতাড়ি আসার কথা। সেদিনই কোনো কাজে আটকে দেরি হয়ে গেল অভিনেত্রীর। আবার যেদিন দেরি করে আসার কথা সেদিন সঠিক সময়ে এসে হাজির হলেন তিনি।

https://www.facebook.com/kharaj.mukherjee.1/videos/553912293133778/

এমনকি মহড়া আর আসল পারফরম‍্যান্সের সময়েও ঋতুপর্ণা দুই আলাদা মানুষ। তাঁর মনের কথা সহজে পড়া যায় না। সে কারণেই অমৃতির সঙ্গে অভিনেত্রীর তুলনা করেছিলেন খরাজ। তবে এর জন‍্য যে বিতর্ক শুরু হয়েছে তা একেবারেই কাম‍্য নয় বলে মন্তব‍্য করেন অভিনেতা। এমনকি ঋতুপর্ণা তাঁর কথায় আহত হয়ে থাকলে ক্ষমাও চেয়ে নিয়েছেন খরাজ।

Niranjana Nag

সম্পর্কিত খবর