বাংলাহান্ট ডেস্ক: জি ৫ (zee 5) এর নয়া ওয়েব সিরিজ (web series) ‘অভয় ২’ (abhay 2) এর একটি দৃশ্যে অপরাধীদের তালিকায় রয়েছে শহিদ ক্ষুদিরাম বসুর (khudiram bose) ছবি। আর তাই নিয়েই বিতর্কের (controversy) সূত্রপাত। দুঁদে এসটিএফ অফিসার অভয় প্রতাপ সিং এর অপরাধীদের তালিকাতেই রয়েছে শহিদ ক্ষুদিরামের ছবি। এমন বিতর্কিত দৃশ্যেই এবার তোলপাড় সোশ্যাল মিডিয়া।
জি ৫ এর ওয়েব সিরিজ ‘অভয়’ এর প্রথম সিজন দর্শকমনে বেশ ছাপ ফেলেছিল। ভালই জনপ্রিয় হয় ওয়েব সিরিজের প্রথম সিজনটি। দ্বিতীয় সিজনের মুখ্য চরিত্র অভয় প্রতাপ সিং। তিনি এসটিএফ অফিসার। তাঁর দাপটে বাঘে গোরুতে এক ঘাটে জল খায়, এমনটাও বলা চলে।
অপরাধীদের যম স্বরূপ অভয় প্রতাপ সিংয়ের চরিত্রে অভিনয় করছেন কুণাল খেমু। অপরদিকে খলনায়কের চরিত্রে রাম কাপুরও অসাধারন। বেশ টানটান উত্তেজনাপূর্ণ ক্রাইম থ্রিলার। প্রথম সিজনের মতো এই দ্বিতীয় সিজনটিও যে দর্শক টানতে সক্ষম তা স্বীকার করেছেন অনেকেই।
কিন্তু হঠাৎ করেই তাল কাটল। একটি দৃশ্যেয়পরাধীদের তালিকায় দেখা গিয়েছে শহিদ ক্ষুদিরাম বসুর ছবি। ভুল হিসাবে এটা যে মারাত্মক তাতে সন্দেহ নেই। স্বাভাবিক ভাবেই এমন দৃশ্য দেখে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে নেটদুনিয়ায়। শহিদ ক্ষুদিরামের প্রতি এমন অবমাননা কিকরে করতে পারে ওয়েব সিরিজ নির্মাতারা, উঠছে প্রশ্ন।
তবে এই বিষয়ে জি ৫ বা প্রযোজনা সংস্থা কেউই এখনও মুখ খোলেনি। তাই বিষয়টি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভুল তাও বোঝা সম্ভব হচ্ছে না। অপরদিকে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে ওয়েব সিরিজটি নিয়ে।
প্রসঙ্গত, ১৪ অগাস্ট জি ৫ এ স্ট্রিমিং শুরু হয় অভয় ২ এর। গত বছর ফেব্রুয়ারিতে আসে এই সিরিজের প্রথম সিজন অভয়। এই সিরিজের হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা রাখেন কুণাল খেমু। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন রাম কাপুর, বিদিতা বাগ, চাঙ্কি পাণ্ডে ও আশা নেগি। পরিচালনায় রয়েছেন কেন ঘোষ।