চাটনি ফ্রি দিয়েই কামাল করে দিল ‘খুকুমণি’, পুজো মিটতেই টিআরপি পড়ল ‘মিঠাই’এর

বাংলাহান্ট ডেস্ক: প্রথম সপ্তাহেই বড়সড় চমক দিল ‘খুকুমণি হোম ডেলিভারি’ (khukumoni home delivery)। ‘দেশের মাটি’কে সরিয়ে স্টার জলসায় নতুন শুরু হয়েছে এই সিরিয়াল। বিতর্ক চরমে উঠলেও খুকুমণি প্রমাণ করে দিল কেরামতি সে দেখাতে জানে। প্রথম সপ্তাহেই টিআরপি তালিকার প্রথম পাঁচটি সিরিয়ালের মধ‍্যে জায়গা করে নিল খুকুমণি হোম ডেলিভারি।

টিআরপি তালিকার চতুর্থ স্থান পেয়েছে এই সিরিয়াল। খাবারের হোম ডেলিভারির ব‍্যবসা সামলায় সিরিয়ালের নায়িকা খুকুমণি। নিজে হাতে রেঁধে বেড়ে স্কুটিতে করে খাবার পৌঁছে দিতে যায় সে। ঝড় হোক বা বৃষ্টি কখনোই কামাই নেই খুকুমণির। সিরিয়ালের ট‍্যাগলাইন ‘শীত গ্রীষ্ম বর্ষা যেকোনো সময় অর্ডার দিন, খাবার পৌঁছে যাবে ৩৬৫ দিন’, একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলে খুকুমণি। তার খাবারের দাম নিয়ে একপ্রস্থ ট্রোল হলেও নম্বরে তাক লাগিয়ে দিয়েছে খুকুমণি।

IMG 20211102 WA0013
তালিকার প্রথম স্থানে নিজের জায়গা ধরে রেখেছে জি বাংলার ‘মিঠাই’ (mithai)। এই নিয়ে টানা সাত মাসেরও বেশি সময় ধরে বাংলা সেরা থেকে নতুন রেকর্ড গড়েছে এই জনপ্রিয় সিরিয়াল। গত সপ্তাহে উৎসবের মরশুমেও ছক্কা হাঁকিয়েছিল এই সিরিয়াল। উপরন্তু নম্বরও বেড়ে হয়েছিল ১১.১। কিন্তু এ সপ্তাহে মিঠাইয়ের নম্বর অনেকটাই কম। ১০.২ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে এই সিরিয়াল।

Mithai in Mithai 1
দ্বিতীয় স্থানে গত কয়েক সপ্তাহের মতো এ সপ্তাহেও রয়েছে যমুনা ঢাকি। প্রথম ও দ্বিতীয় স্থানের মধ‍্যে নম্বরের পার্থক‍্য বেশ অনেকটাই। ৮.৪ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে যমুনা। তৃতীয় স্থানেই দেখা গিয়েছে বড়সড় চমক। ৭.৯ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সর্বজয়া এবং উমা। গত সপ্তাহে সর্বজয়া উপরে উঠতেই তালিকায় নীচে নেমে গিয়েছিল জি এরই নতুন সিরিয়াল ‘উমা’। তবে এ সপ্তাহে আবার নম্বর বাড়িয়েছে সে।

পঞ্চম স্থানে আগের বারের মতোই রয়েছে অপরাজিতা অপু। করুণ দশা ‘খড়কুটো’র। সেরা দশের তালিকা থেকে নামও বাদ পড়েছে এই সিরিয়ালের। সৌজন‍্য গুনগুনের সুখের সংসারে তিন্নি দিদির প্রবেশেই এই অঘটনটা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

রইল সেরা দশের টিআরপি তালিকা-

মিঠাই- ১০.২ (প্রথম)
যমুনা ঢাকি- ৮.৪ (দ্বিতীয়)
উমা- ৭.৯ (তৃতীয়)
সর্বজয়া- ৭.৯ (তৃতীয়)
খুকুমণি হোম ডেলিভারি- ৭.৫ (চতুর্থ)
অপরাজিতা অপু- ৭.৪ (পঞ্চম)
করুণাময়ী রাণী রাসমণি- ৭.০ (ষষ্ঠ)
শ্রীময়ী- ৬.৬ (সপ্তম)
মন ফাগুন- ৬.৬ (সপ্তম)
এই পথ যদি না শেষ হয়- ৬.৫  (অষ্টম)
খেলাঘর- ৬.৩ (নবম)
ধূলোকণা-  ৬.২ (দশম)
কড়ি খেলা-  ৬.২ (দশম)

Niranjana Nag

সম্পর্কিত খবর