বক্ষ বিভাজিকায় রবীন্দ্রসঙ্গীতের লাইন, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে কিয়ারা

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই রোদ্দুর রায়ের গাওয়া বিকৃত রবীন্দ্রসঙ্গীতের লাইন পিঠে লিখে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দোল উৎসবে তুমুল সমালোচনার সম্মুখীন হয়েছিলেন কয়েকজন পড়ুয়া। সোশ্যাল মিডিয়ায় বেশ রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছিল এই ঘটনায়। ফের একবার রবীন্দ্রনাথের প্রসঙ্গ উঠে আসল একটি সাম্প্রতিক ঘটনায়। এবার আলোচনার শীর্ষে রয়েছেন কিয়ারা আডবানী। ক্লিভেজ বরাবর রবীন্দ্রনাথের গানের লাইন লিখে সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি।

বিষয়টা হল নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজ ‘গিলটি’র জন্যই এই ট্যাটুটি করেছেন কিয়ারা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘একলা চলো রে’ গানের লাইন বুকে ট্যাটু করিয়েছেন তিনি। আর সেই নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছে নেটদুনিয়ায়। নেটফ্লিক্সের এই সিরিজে একটি মিউজিক ব্যান্ডের সদস্য হিসাবে দেখা গিয়েছে কিয়ারাকে। ওয়েব সিরিজটির বিষয়বস্তু হল #MeToo। একটি ধর্ষনের ঘটনা ঘিরে এগিয়ে চলেছে এই সিরিজটি।

137836 gbrqcgbtqh 1583410912

তবে ওয়েব সিরিজটির স্বার্থেই এই ট্যাটুটি ব্যবহার করা হয়েছে। সাময়িক ভাবে এই সিরিজটির জন্যই এই ট্যাটুটি করেছেন কিয়ারা। ওয়েব সিরিজটির পরিচালনা করেছেন রুচি নারেইন।

প্রসঙ্গত, এই মুহূর্তে অন্যতম ব্যস্ত অভিনেত্রী কিয়ারা আডবানী। ২০২০ সালের মার্চ থেকে মে মাসের মধ্যেই চার চারটি বিগ বাজেট ছবি মুক্তি পেতে চলেছে কিয়ারার। তার মধ্যে রয়েছে লক্ষ্মী বম্ব, ইন্দু কি জওয়ানি, শেরশাহ, ভুলভুলাইয়া টু-এর মতো ছবি।

Niranjana Nag

সম্পর্কিত খবর