জাস্ট অন করুন AC’র এই মোড! তারপরেই হবে বাজিমাত, একধাক্কায় নেমে যাবে বিলের খরচ

বাংলাহান্ট ডেস্ক : এপ্রিল মাসের শুরু থেকেই গরমের দাপটে নাজেহাল সবাই। অতীতের সব রেকর্ড ভেঙে কলকাতার তাপমাত্রা পৌঁছে গেছে ৪৩ ডিগ্রির  কাছে। বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত জ্বলছে তীব্র দাবদাহে। এই অবস্থায় ব্যাপকভাবে বেড়ে গেছে এসির চাহিদা। গত কয়েক বছরের তুলনায় এ বছর বেশ খানিকটা বেড়ে গেছে এসির (Air Conditioner) বিক্রি।

অনেকেই গরমের সময় ঘন্টার পর ঘন্টা চালু করে রাখেন এসি। অনেকেই মাঝেমধ্যে এসি বন্ধ রেখে বিদ্যুৎ সাশ্রয়ের চেষ্টা করেন। তবে বিশেষজ্ঞরা বলেন এই উপায়ে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব না। তবে এসির এমন একটি মোড সম্পর্কে আপনাদের আজ জানাব যেটি ব্যবহার করলে আপনারা বিদ্যুতের বিল অনেকটাই কমিয়ে আনতে পারবেন।

আরোও পড়ুন : আগামী বছর মাধ্যমিক শুরু কবে থেকে? ফল প্রকাশের পরেই দিনক্ষণ জানাল মধ্যশিক্ষা পর্ষদ

বর্তমানে এসিতে একাধিক মোড দেওয়া থাকে। ড্রাই মোড, হিট মোড, স্লিপ মোড, কুল মোড এবং অটো মোড সাধারণত সব ধরনের এসিতে দেখতে পাওয়া যায়। আবহাওয়া ও পরিবেশ অনুযায়ী সেট করা যায় এই মোডগুলি। যদি এই মোডের সঠিক ব্যবহার করা হয় তাহলে একদিকে যেমন এসির কার্যকারিতা সঠিক থাকে, পাশাপাশি বিদ্যুৎ বিল আসে কম।

আরোও পড়ুন : ঝুলিতে রয়েছে এমএ, বিএড ডিগ্রি, ট্রেনে বিক্রি করেন শাড়ি-কুর্তি! বৃষ্টির লড়াইকে কুর্নিশ ৮ থেকে ৮০ সবার

অটো মোডে এসি সেট করলে সাথে সাথে চালু হয়ে যায় এসির ড্রাই মোড, কুল মোড এবং হিট মোড। এসির অটো মোড স্বয়ংক্রিয়ভাবে ঠান্ডা ও গতি নির্ধারণ করে। এসির ফ্যান কখন চলবে, কম্প্রেসার চালু বা বন্ধ হবে কখন, এসব কিছুই নিজে থেকেই ঠিক করে এসি।

technician service removing air filter air conditioner cleaning 35076 3617 640x426 1

এই মোডে ঘরের তাপমাত্রা বেড়ে গেলে স্বয়ংক্রিয় ভাবে কম্প্রেসার চালু হয়ে যায়, এবং ঘর ঠান্ডা করে দেয়। আবার ঘর পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হয়ে গেলে বন্ধ হয়ে যায় এসির কম্প্রেসার। ঘরের আর্দ্রতা বেড়ে গেলে নিজে থেকে চালু হয়ে যায় ডিহিউমিডিফিকেশন মোড। তাই একই তাপমাত্রায় একটানা এসি চালু না রেখে এই মোডে এসি সেট করে দিলে অনেকটাই সাশ্রয় হবে বিদ্যুতের বিল।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর